শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য
তৃতীয় অধ্যায়

নবম-দশম শ্রেণির পড়াশোনা

সুধীর বরণ মাঝি

 

[পূর্ব প্রকাশের পর]

         

১৭.  নিচের কোনটি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত।

     ক. অর্থ উপার্জন     খ. ভয়

     গ. দুর্নীতি    ঘ. পরাজয়

১৮.  নিজেকে বড় করে দেখা কীসের উদাহরণ।

     ক. সাফল্যের  খ. ইতিবাচক প্রভাবের

     গ. নীতিবাচক প্রভাবের  ঘ. পরিশ্রমের

১৯.  খেলাধুলা করার ফলে একজন খেলোয়াড়ের কী উপকার হয়?

     ক. সুস্থতা বজায় থাকে

     খ. শারীরিক শক্তি বৃদ্ধি পায়

     গ. অর্থ উপার্জন হয়

     ঘ. সম্মান বাড়ে                                             

২০.  আঙ্গুলযুক্ত প্রাণী কোনটি?        

     ক. মানুষ    খ. বাঘ   গ. গরু   ঘ. ছাগল                                                                       

২১.  নিচের কোনটি জটিল প্রকৃতি—

     ক. মানসিক প্রকৃতি    খ. শারীরিক প্রকৃতি

     গ. মানব প্রকৃতি     ঘ. পশু প্রকৃতি।                                                           

     নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নগুলোর উত্তর দাও :    

     স্নেহা ধানমন্ডি ক্লাবের একজন পেশাদার ক্রিকেটার। প্রায় প্রতিটি ম্যাচেই ভালো সতীর্থদের কাছ থেকে বাহবা পায়। আগামী বছর থেকে জাতীয় দলে খেলার পরিকল্পনা আছে তার।                                                             

২২.  জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য স্নেহাকে কী করতে হবে?            

     ক. পরিশ্রম   খ. কঠোর অনুশীলন  

     গ. ধ্যান     ঘ. নিয়মিত যোগাযোগ।                                                                                

২৩. স্নেহা —

     i. মানসিকভাবে উত্ফুল্ল

     ii. সুস্বাস্থ্যের অধিকারী

     iii. অবসাদগ্রস্ত

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i,ii ও iii        

২৪. অস্থিরতা  দূরীকরণের প্রয়োজন—

     i. ধৈর্যশীল আচরণ

     ii. শিশুবান্ধব পরিবেশ

     iii. পুষ্টিসম্মত খাবার                                                                                 

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii

     গ. ii ও iii  ঘ. i,ii ও iii                   

২৫। ট্রপিজম হচ্ছে—

     i. নিম্ন শ্রেণির প্রাণী

     ii. উদ্ভিদের সরলতম অভিযোজনমূলক প্যাটার্ন

     iii. উচ্চ শ্রেণির প্রাণী                  

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i,ii ও iii

২৬.  পরস্পর বিরোধী আচরণ কয়টি?            

     ক. ২টি   খ. ৩টি   গ. ৪টি   ঘ. ৫টি

২৭.  কোনটিকে ব্যক্তির ব্যক্তিত্ব বলা হয়?   

     ক. সামাজিক মর্যাদা খ. ব্যক্তির আচরণ

     গ. ব্যক্তির পেশা     ঘ. ব্যক্তির সম্পদ                        

২৮. মনোবিদরা অবসাদের কারণসমূহকে কয় শ্রেণিতে ভাগ করেছেন?                                                                             

     ক. ২ শ্রেণিতে খ. ৩ শ্রেণিতে

     গ. ৪ শ্রেণিতে ঘ. ৫ শ্রেণিতে   

২৯. মানসিক কাজ কোনটি?

     ক. অঙ্ক করা 

     খ. উৎপাদন মেশিন চালানো

     গ. গাড়ি চালানো

     ঘ. মালামাল পরিবহন করা

৩০. অবসাদের বিশেষ কারণ কোনটি?

     ক. অভ্যাসের অভাব

     খ. মানসিক প্রস্তুতির অভাব

     গ. মানসিক ইচ্ছার অভাব

     ঘ. প্রেরণার অভাব  

৩১.  ডারউইনের মতে এককোষী জীবের পর এসেছে কোন প্রাণী?

     ক. স্থলচর প্রাণী খ. জলচর প্রাণী

     গ. উভয়চর প্রাণী    ঘ. লোনা মাটির প্রাণী

৩২. মানব প্রকৃতি কীরূপ? 

     ক. জটিল    খ. বড় জটিল

     গ. সাদৃশ্যপূর্ণ ঘ. বৈসাদৃশ্যপূর্ণ   

৩৩. কর্মসূচিতে কোনটি থাকলে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে কাজ করবে?                                       

     ক. প্রষেণা  খ. তদারকি  গ. অর্থ  ঘ. শৃঙ্খলা

৩৪. রক্তের চাপ রেড়ে গেলে কী হয়?           

     ক. অতিরিক্ত শর্করা নিঃসৃত হয়

     খ. আমিষ নিঃসৃত হয়

     গ. অতিরিক্ত ভিটামিন নিঃসৃত হয়

     ঘ. স্নেহ নিঃসৃত হয়

৩৫. শারীরিক ও মানসিক সুস্থতা একে অপরের কী?

     ক. পরিপূরক  খ. সমপূরক

     গ. বিপরীত   ঘ. পরিহার্য।               

 

উত্তরমালা : ১৭.ঘ ১৮.গ ১৯.ক ২০.ক ২১.গ ২২.খ ২৩.ক ২৪.ঘ ২৫.ক ২৬.ক ২৭.খ ২৮.খ ২৯.ক ৩০.গ৩১.খ ৩২.খ ৩৩.ক ৩৪.ক ৩৫.ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর