রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এসএসসি পরীক্ষা প্রস্তুতি : মডেল টেস্ট

হিসাববিজ্ঞান

মিজানুর রহমান

এসএসসি পরীক্ষা প্রস্তুতি : মডেল টেস্ট

বহু নির্বাচনী প্রশ্ন

১.   কীসের অভাবে আর্থিক ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়?

     ক. মূল্যবোধের     খ. জবাবদিহির

     গ. ধর্মীয় অনুশাসনের   ঘ. নৈতিকতার

২.   আর্থিক সচ্ছলতা হিসাববিজ্ঞানের একটি কী?

     ক. প্রয়োজনীয়তা     খ. সুবিধা  

     গ. উদ্দেশ্য   ঘ. কৌশল

৩.   হিসাববিজ্ঞানের উন্নতি ঘটায় কোনটি?

     ক. সভ্যতা ও সংস্কৃতি 

     খ. বিজ্ঞান ও প্রযুক্তি

     গ. বিজ্ঞানের আবিষ্কার

     ঘ. হিসাববিজ্ঞানীরা

৪.   ব্যবসায়ের লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা কীভাবে জানা যায়?

     ক. খরচের মাধ্যমে    খ. ক্রয়ের মধ্যমে

     গ. বিক্রয়ের মাধ্যমে  

     ঘ. হিসাব রাখার মাধ্যমে

৫.   ক্যাশমেমোর মূল কপি কার কাছে থাকে?

    ক. ক্রেতার   খ. বিক্রেতার

    গ. হিসাবরক্ষকের     ঘ. ক্যাশিয়ারের

৬.   অর্থ গ্রহণের প্রমাণস্বরূপ কোনটি ব্যবহৃত হয়?

    ক. ডেবিট ভাউচার    খ. ক্রেডিট ভাউচার 

     গ. চালান    ঘ. ডেবিট নোট

৭.   ভাউচারে স্বাক্ষর প্রদান করেন—

    i. ক্যাশিয়ার    ii. হিসাবরক্ষক   

     iii. ব্যবস্থাপক

    নিচের কোনটি সঠিক?

    ক. ii, iii  খ. ii  গ. i, ii    ঘ. i, ii ও iii

৮.   তুমি তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে দুই তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখ কেন?

     ক. ভারসাম্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি বলে

   খ. নির্ভরযোগ্য, কৌশলগত ও স্থিতি পদ্ধতি বলে

     গ. কৌশলগত, ভারসাম্য ও পূর্ণাঙ্গ পদ্ধতি বলে

     ঘ. নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি বলে

৯.   কোন ধারাবাহিকতাটি সঠিক?

     ক. রেওয়ামিল, সমন্বয় দাখিলা, কার্যপত্র, আর্থিক বিবরণী           

     খ. সমন্বয় দাখিলা, রেওয়ামিল, আর্থিক বিবরণী, কার্যপত্র

     গ. কার্যপত্র, রেওয়ামিল, সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী           

     ঘ. রেওয়ামিল, কার্যপত্র, সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী

১০.  আব্বাস আলী খান এনবিএল থেকে ৫০,০০০ টাকা ১ বছর মেয়াদি ঋণ নিয়ে একটি মেশিন ক্রয় করল। এ ঋণের ফলে কী ঘটবে?

     ক. স্বল্পমেয়াদি দায় বৃদ্ধি ও চলতি সম্পদ বৃদ্ধি

     খ. দীর্ঘমেয়াদি দায় বৃদ্ধি ও স্থায়ী সম্পদ বৃদ্ধি    

     গ. দীর্ঘমেয়াদি সম্পদ বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি দায় বৃদ্ধি           

     ঘ. মালিকানাস্বত্ব বৃদ্ধি এবং স্থায়ী সম্পদ বৃদ্ধি

১১.  বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় হলো —

     i. পণ্যের গবেষণা ব্যয়  

     ii. অধিক বিজ্ঞাপন ব্যয়          

    iii. ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়

     নিচের কোনটি সঠিক?

     ক. i, ii     খ. i, iii

    গ. ii, iii     ঘ. i, ii ও iii

১২.  মুনাফাজাতীয় লেনদেন কয় ধরনের?

    ক. ২ ধরনের  খ. ৩ ধরনের

     গ. ৪ ধরনের  ঘ. ৫ ধরনের 

১৩.  কারবারের ফলাফল ও আর্থিক অবস্থা কার ওপর নির্ভরশীল?

     ক. সঠিক লেনদেন শ্রেণিকরণের

     খ. সঠিক  হিসাব ব্যবস্থার     

     গ. লেনদেনের পরিমাণের

     ঘ. অধিক লেনদেনের

     উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

     অপূর্ব তার কারবারের জন্য ১,০০,০০০ টাকা দিয়ে একটি পুরনো মোটরসাইকেল ক্রয় করলেন এবং এটি ব্যবহার উপযোগী করতে আরো ১০,০০০ টাকা খরচ করেন।

১৪.  অপূর্বর ওই ১০,০০০ টাকা খরচকে কী হিসেবে গণ্য করতে হবে?

     ক. মুনাফাজাতীয় ব্যয়

     খ. মূলধনজাতীয় ব্যয়           

     গ. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়

     ঘ. চলতি ব্যয়

১৫.  অপূর্ব তার ওই গাড়িটি ১,০০,০০০ টাকায় বিক্রি করলে নিচের কোনটি হবে?

     ক. মূলধনজাতীয় আয় হবে ১০,০০০ টাকা

     খ. মূলধনজাতীয় প্রাপ্তি হবে ১,০০,০০০ টাকা

     গ. মুনাফাজাতীয় ক্ষতি হবে ১০,০০০ টাকা

     ঘ. মুনাফাজাতীয় প্রাপ্তি হবে ৯০,০০০ টাকা

১৬.  আবুল কর্তৃক বাবুলকে দেওয়া বিলটি অপরিশোধিত কারণে প্রত্যাখ্যাত হয়েছে। এটি কোথায় লেখা হবে?

     ক. প্রাপ্য বিল হিসাবে 

     খ. প্রদেয় বিল হিসাবে

     গ. ঋণ হিসাবে            ঘ. ব্যাংক হিসাবে

১৭.  সাধারণত বিনিয়োগ হিসাবে কোন ধরনের অর্থ থাকে?

     ক. চলমান খ. অলস গ. ধারকৃত    ঘ. স্থায়ী

১৮.  ক্রয় পরিবহন হিসাবের আরেক নাম কী?

     ক. আন্তঃপরিবহন     খ. বহিঃপরিবহন

     গ. বিক্রয় পরিবহন

     ঘ. আন্তঃক্রয় পরিবহন

১৯। যদি মালিকের অর্থে অফিসের জন্য সম্পদ ক্রয় করা হয়, তখন কোন হিসাব খাত ডেবিট অথবা ক্রেডিট হবে?

     ক. মূলধন হিসাব ডেবিট  

     খ. মূলধন হিসাব ক্রেডিট    

     গ. উত্তোলন হিসাব ডেবিট

     ঘ. উত্তোলন হিসাব ক্রেডিট

     উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও:

     মানিকগঞ্জের মানিকের নিকট থেকে ক্রয় ১,০০,০০০ টাকা, সিরাজগঞ্জের সিরাজের নিকট থেকে ক্রয় ৪০,০০০ টাকা এবং গোপালগঞ্জের গোপালের নিকট থেকে ক্রয় ৮০,০০০ টাকা।

২০.  উদ্দীপকের আলোকে কয়টি সহকারী খতিয়ান প্রস্তুত করতে হবে?

    ক. ২টি   খ ৩টি    গ. ৪টি     ঘ. ৫টি

২১. উদ্দীপকের আলোকে সাধারণ খতিয়ানের যোগফল কত?

    ক. ৪০,০০০ টাকা   খ. ৮০,০০০ টাকা

    গ. ১,০০,০০০ টাকা 

    (ঘ) ২,২০,০০০ টাকা

২২. সহকারী খতিয়ানের অন্তর্গত হলো।

     i. উত্তোলন হিসাব     ii. প্রাপ্য হিসাব

     iii. প্রদেয় হিসাব

    নিচের কোনটি সঠিক?

    ক. i, ii      খ. i, iii

    গ. ii, iii       ঘ. i, ii ও iii

২৩.  লেনদেনের প্রতিটি হিসাব খাতের জন্য আলাদাভাবে কোনটি প্রস্তুত করা হয়?

    ক. জাবেদা   খ. খতিয়ান 

    গ. নগদান বই      ঘ. রেওয়ামিল

২৪.  ‘Ledger’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

    ক. ল্যাটিন ভাষা থেকে   

     খ. ইংরেজি ভাষা থেকে

    গ. গ্রিক ভাষা থেকে      

     ঘ. রোমান ভাষা থেকে

২৫.  ব্যাংক স্টেটমেন্ট কী?

    ক. আমানতকারীর আয়-ব্যয় বিবরণী  

    খ. আমানতকারীর নগদান হিসাব

     গ. আমানতকারীর ব্যাংক হিসাবের পূর্ণ বিবরণ

     ঘ. আমানতকারীর লাভ-লোকসান হিসাবের বিবরণ

২৬.  নিচের কোনটির মাধ্যমে লেনদেন করা অধিক নিরাপদ?

    ক. নগদ অর্থে খ. চেকের মাধ্যমে

    গ. ধারে     ঘ. হুন্ডির মাধ্যমে

২৭.  ব্যাংক আমানতকারীর হিসাব থেকে কেটে রাখে

     i. ব্যাংক চার্জ ii. উত্তোলনের সুদ    

     iii. মুনাফার অংশ

     নিচের কোনটি সঠিক?

    ক. i,ii খ. i,iii গ. ii,iii ঘ. i, ii ও iii

     উদ্দীপকটি পড়ে ২৮-২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     লেখক তার কারবারের জন্য ৫০০ টাকার কাগজ, কালি, কলম ক্রয় করে মনিহারি হিসেবে ৫০ টাকা লিপিবদ্ধ করেন। এ ক্ষেত্রে তাঁর মনিহারি ৪৫০ টাকা কম দেখানো হয়েছে।

২৮.  লেখকের মনিহারি হিসাবে কম লেখার ফলে রেওয়ামিলে কী প্রভাব পড়বে?

    ক. ডেবিট ব্যালান্স বেশি হবে  

     খ. ক্রেডিট ব্যালান্স বেশি হবে 

    গ. রেওয়ামিল মিলে যাবে

     ঘ. হিসাবে গড়মিল হবে

২৯.  লেখকের ভুলটি কোন ধরনের?

    ক. লেখার ভুল খ. বাদ পড়ার ভুল

    গ. নীতিগত ভুল     ঘ. বে-দাখিলার ভুল

৩০.  নীতিগত ভুল রেওয়ামিলে ধরা পড়ে না এ কারণে তাকে বলা হয়।   

     i. ব্যতিক্রম  ii. সুবিধা  iii. সীমাবদ্ধতা

    নিচের কোনটি সঠিক?

    ক. i, ii খ. i, iii

     গ. ii, iii     ঘ. i, ii ও iii

 

উত্তরমালা : ১. খ ২. ক ৩. খ ৪. ঘ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. ক ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. খ ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. খ ২৫. গ ২৬. খ ২৭. ক ২৮. গ ২৯. ক ৩০.খ।

সর্বশেষ খবর