শিরোনাম
বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি

সুকুমার মণ্ডল

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি

গণিত

প্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ে ২নং প্রশ্নে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। আজ তোমাদের জন্য  ধারাবাহিকভাবে ছাপা হবে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। এগুলো সংগ্রহে রেখে নিয়মিত অনুশীলন করবে।

গুণিতক এবং গুণনীয়ক

১.         একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়টিকে কী বলা হয়?

            উত্তর : গ.সা.গু.

২.         সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত?

            উত্তর : ২

৩.         কোন সংখ্যা যে কোনো সংখ্যারই গুণনীয়ক?

            উত্তর : ১

৪.         ২৪-এর উৎপাদক কয়টি?

            উত্তর : ৮টি

৫.         একাধিক সংখ্যার কোনো মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু. কত?

            উত্তর : ১

৬.         ৩ ও ৫-এর গ.সা.গু. কত?

            উত্তর : ১

৭.         দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে কী বলে?

            উত্তর : ল.সা.গু.

৮.         ৭-এর প্রথম চারটি গুণিতক লিখ।

            উত্তর :৭, ১৪, ২১, ২৮

৯.         ১৮, ২৪ ও ৩৬-এর ল.সা.গু. কত?

            উত্তর : ৭২

১০.       একাধিক সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফলকে কী বলে?

            উত্তর : ল.সা.গু.

১১.       ২৪ ও ৩৬-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত?

            উত্তর : ৭২

১২.       একাধিক সংখ্যার কোন সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু. কত হবে?

            উত্তর : ১

১৩.       মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কতটি?

            উত্তর : ২টি

১৪.       দুটি মৌলিক সংখ্যার সর্বোচ্চ গুণফল কত?

            উত্তর : সংখ্যা দুটির গুণফল

১৫.       ২৪ ও ৩০-এর মৌলিক গুণনীয়কের মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল কত?

            উত্তর : ৬

১৬.       ৬০-এর মৌলিক গুণনীয়কে প্রকাশ নিচের কোনটি?

            উত্তর : ২ ২ ৩ ৫

১৭.       ভাগ প্রক্রিয়ায় একটি প্রয়োগে কয়টি সংখ্যার গ.সা.গু. নির্ণয় করা যায়?

            উত্তর : ২টি

১৮.       কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২, ১৮, ২৪-কে নিঃশেষে ভাগ করা যায়?

            উত্তর : ৬

১৯.       ২৪-এর গুণিতক কতটি?

            উত্তর : অসংখ্য

২০.       ১৫-এর মৌলিক উৎপাদক কয়টি?

            উত্তর : ২টি

২১.       ২, ৩, ৫ ও ৭ এর গ.সা.গু. কত?

            উত্তর : ১

২২.       ১৮-এর তিনটি গুণিতক লিখ।

উত্তর : ৩৬, ৫৪ ও ৭২

 

সর্বশেষ খবর