বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

জেএসসি পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান

সুকুমার মণ্ডল

ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন

বহুনির্বাচনী প্রশ্ন

১.        কোষে অক্সিজেন প্রবেশের প্রক্রিয়ার নাম কী?

            ক. শোষণ        খ. ইমবাইবিশন

    গ. অভিস্রবণ           ঘ. ব্যাপন

২.        আতরের গন্ধ সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়?

            ক. ব্যাপন             খ. অভিস্রবণ

    গ. প্রস্বেদন            ঘ. ইমবাইবিশন

৩.        জীবকোষে শ্বসনের সময় জারনের জন্য কোনটি ব্যবহূত হয়?

    ক. H2O    খ. H2   গ. O2       ঘ. CO2

    নিচের অনুচ্ছেটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            আলেয়া বেগম কাপড়ে নীল দেওয়ার জন্য বালতির পানিতে কয়েক ফোঁটা নীল দিল। কিছুক্ষণ পর দেখা গেল  বালতির সব পানি নীল হয়ে গেল।

৪.        বালতির পানি নীল হলো কোন প্রক্রিয়ায়?

    ক. ব্যাপন   খ. প্রস্বেদন

    গ. অভিস্রবণ           ঘ. ইমবাইবিশন

৫.        উল্লিখিত প্রক্রিয়াটির সাহায্যে—

    i. উদ্ভিদ বাষ্পাকারে পানি নির্গত করে

    ii. উদ্ভিদ পানি শোষণ করে

            iii. জীবকোষে অক্সিজেন প্রবেশ করে

            নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                      খ. i ও iii

    গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৬.        ব্যাপন প্রক্রিয়ায়—

    i. কোষে  অক্সিজেন প্রবেশ করে

    ii. প্রাণী শ্বসনকার্য পরিচালনা করে

iii. উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে

নিচের কোনটি সঠিক?

 ক. i ও ii                     খ. i ও iii

 গ. ii ও iii        ঘ. i, ii ও iii

৭.        জীবের সব রকম শারীরবৃত্তীয় কাজ কোন প্রক্রিয়ায় ঘটে?

            ক. ব্যাপন        খ. অভিস্রবণ

            গ. ইমবাইবিশন          ঘ. প্রস্বেদন

৮.        তাপমাত্রা বাড়লে সাধারণত ব্যাপন হার—

            ক. বাড়ে          খ. কমে

            গ. পরিবর্তিত হতে পারে   

            ঘ. অপরিবর্তিত থাকে

৯.        জীবকোষে শ্বসনকালে কোনটির জারন ঘটে?

    ক. অক্সিজেন          খ. কার্বন ডাই-অক্সাইড

            গ. গ্লুকোজ       ঘ. পানি

১০.      কোনটি উদ্ভিদের অত্যাবশ্যক কাজ?

    ক. শ্বসন     খ. ব্যাপন

            গ. ইমবাইবিশন          ঘ. সালোকসংশ্লেষণ

১১.      কোনটি ভেদ্য পর্দা?

    ক. পলিথিন খ. কোষপর্দা

    গ. কোষপ্রাচীর        ঘ. মাছের পটকার পর্দা

১২.      মূল রোমের প্রাচীর—

            ক. ভেদ্য          খ. অভেদ্য

    গ. অর্ধভেদ্য           ঘ. ক্লোরোফিলযুক্ত  

১৩.     কোনটি অভেদ্য পর্দা?

    ক. কোষপর্দা          খ. পলিথিন

    গ. কোষপ্রাচীর        ঘ. মাছের পটকার পর্দা

১৪.      কোনটি অর্ধভেদ্য পর্দা?

    ক. কোষপ্রাচীর       খ. কোষপর্দা

            গ. পলিথিন      

            ঘ. কিউটিনযুক্ত কোষপ্রাচীর

১৫.      নিচের কোনটি দ্রাবক?

    ক. চিনি   খ. লবণ    গ. বালি      ঘ. পানি

১৬.      ডিমের খোসার ভেতরের পর্দার মধ্যদিয়ে কোনটি চলাচল করতে পারে?

    ক. দ্রাব  খ. দ্রাবক গ. লবণ      ঘ. দ্রবণ

১৭.      দ্রাব ও দ্রাবকের মিশ্রণের ফলে কী উৎপন্ন হয়?

    ক. দ্রবণ    খ. দ্রাবক   গ. লবণ   ঘ. এসিড

১৮.     দ্রাবক হচ্ছে—

    i. চিনি           ii. পানি    iii. লবণ

            নিচের কোনটি সঠিক?

            ক. i  খ. i গ) ii ও  iii   ঘ) i, ii ও iii

    নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            মিসেস শামা সকাল বেলা অর্ধেক পানিভর্তি একটি বাটিতে কিছু ছোলা রেখে সন্ধ্যায় দেখেন সেগুলো ফুলে উঠছে।

১৯.      কোন প্রক্রিয়ার জন্য ছোলাগুলোর এমন অবস্থা হয়েছে?

            ক. প্রম্বেদন      খ. শ্বসন

            গ. ইমবাইবিশন          ঘ. অভিস্রবণ

২০.     উক্ত প্রক্রিয়ায়—

            i. পানি বাষ্পাকারে বেরিয়ে যায়

            ii. অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়

            iii. কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক অধিক ঘনত্বের দ্রবণে যায়

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                      খ. i ও iii

            গ. ii  ও  iii       ঘ. i, ii ও  iii

 

উত্তরমালা : ১.ঘ ২.ক ৩.গ ৪.ক ৫.খ ৬.ক ৭.ক ৮.ক ৯.গ ১০.ঘ ১১.গ ১২.ক ১৩.খ ১৪.খ ১৫.ঘ ১৬.খ ১৭.ক ১৮.খ ১৯.ঘ ২০.গ।

সর্বশেষ খবর