রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

৩৮তম বিসিএস মডেল টেস্ট

শামসুল আলম

৩৮তম বিসিএস মডেল টেস্ট

১.         বন এর প্রতিশব্দ নিচের কোনটি নয়?

            ক. অটবি  খ. উনানী    

            গ. অরণ্য              ঘ. বিজুরি

২.         কোনটি শুদ্ধ বানান নয়?

            ক. স্বতঃস্ফূর্ত       খ. পুনঃপুন    

            গ. নিঃশব্দ             ঘ. দুঃসহ

৩.         কোনটি সঠিক নয়—

            ক. অহন্ + অহন্ = অহরহঃ    

            খ. অহঃ + অহঃ =অহরহঃ

            গ. নীঃ + পতি = নীর্পতি                    

            ঘ. অহ + নিশ = অহর্নিশ

৪.         ময়না পাখি কথাবলে - এটি কোন ধরনের পদ?

            ক. শ্রেণিবাচক বিশেষ্য           খ. সংজ্ঞাবাচক বিশেষ্য

            গ. সমষ্টিবাচক বিশেষ্য           ঘ. কোনোটিই নয়।

৫.         জগতে অসম্ভব বলে কিছু নেই?

            ক. সরল বাক্য       খ. জটিল বাক্য 

            গ. মিশ্র বাক্য         ঘ. যৌগিক বাক্য

৬.         রসদ কোন ধরনের শব্দ?

            ক. ফারসি শব্দ       খ. ফরাসি শব্দ    

            গ. ওলন্দাজ           ঘ. চিনা

৭.         শাপমুক্ত কোন ধরনের সমাস?

            ক. তত্পুরুষ সমাস   খ. কর্মধারয় সমাস

            গ. বহুব্রীহি সমাস     ঘ. অব্যয়ীভাব সমাস

৮.         আমাকে যেতে হবে। কাব্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

            ক. কর্তায় ২য়া        খ. কর্মে ২য়া

            গ. অপাদানে ২য়া     ঘ. অধিকরণে ২য়া

৯.         Era পারিভাষিক শব্দটির বাংলা রূপ কী?

            ক. অধিকল্প          খ. তরুণ    

            গ. পুস্তিকা            ঘ. কোনোটিই নয়।

১০.       ৫২ সংখ্যাটির কোন লিপিরূপে প্রমিত উচ্চারণ পরস্ফুিট?

            ক. বাহান্না      খ. বায়ান্নো     গ. বাউন্নো     ঘ. বাহান্নো

১১.        কোন বানান শুদ্ধ?

            ক. মরিচিকা   খ. মরিচীকা     গ. মরীচিকা    ঘ. মরীচীকা

১২.        ‘খাতক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

            ক. বন্ধু       খ. সম্পদ      গ. মহাজন      ঘ. জমি।

১৩.       কোনটি শুদ্ধ বানান—

            ক. দন্দ       খ. দ্বন্দ     গ. দ্বন্দ্ব            ঘ. দম্ব

১৪.       গ্রিক শব্দ কোনটি?

            ক. তুফান     খ. লুঙ্গী     গ. কুশন     ঘ. দাম

১৫.       Log2+log16+log ৫১২+ ধারাটির ১ম ১২টি পদের সমষ্টি কত?

            ক. 65 log2        খ. 55 log2  

            গ. 90 log2         ঘ. কোনোটিই নয়।

১৬.        একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা ১০ সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ ৭ সে.মি. হলে এর আয়তন কত?

            ক. ১৫৩৯ ঘন সে.মি. (প্রায়)

            খ. ৭৪৭.৭ ঘন মিটার (প্রায়)

            গ. ১৫৫০ ঘন সে.মি. (প্রায়)               

            ঘ. কোনোটিই নয়।

১৭.       কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সে.মি. এবং প্রস্থ ৫ সে.মি.। একে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্টতলের ক্ষেত্রফল কত?

            ক. ৫৩৫ বর্গ সে.মি.             খ. ৯৪৩ বর্গ সে.মি.

            গ. ৫১২ বর্গ সে.মি.              ঘ. কোনোটিই নয়।

১৮.       একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা ৪ বেশি। ভগ্নাংশটি বর্গকরেও যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর, লব অপেক্ষা ৪০ বেশি হলে। ভগ্নাংশ টি নির্ণয় কর।

            ক. ৩/৭               খ. ৭/৩    

            গ. ১০/২              ঘ. কোনোটিই নয়।

১৯.        ৫, ৮, ১৫ এর চতুর্থ সমানুপাতি কত?

            ক. ২৪                খ. ৪৮     

            গ. ৪২                 ঘ. কোনোটিই নয়।

২০.       বার্ষিক মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হওয়ায় তিশার মার আয় ৪ বছরে ১২৮ টাকা বেড়ে গেল। তার আসল কত?

            ক. ১৬০০ টাকা      খ. ৩২০০ টাকা  

            গ. ৪০০০ টাকা      ঘ. কোনোটিই নয়।

 

উত্তরমালা : ১.ঘ ২.ক ৩.ঘ ৪.খ ৫.ক ৬.ক ৭.ক ৮.ক ৯.ক ১০.ঘ ১১.গ ১২.গ ১৩.গ ১৪.ঘ ১৫.ঘ ১৬.ক ১৭.ক ১৮.ক ১৯.ক ২০.ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর