বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীর বরণ মাঝি

বহুনির্বাচনী প্রশ্ন

১.         আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণ কী ?

            ক. দারিদ্র             খ. আদর-যত্নের অভাব 

            গ. বািবহবিচ্ছেদ    ঘ. চিত্তবিনোদনের অভাব।

২.         মাদকাসক্তি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে—

            i. ধর্মীয় শিক্ষার গুরুত্ব দেওয়া

            ii. নৈতিক মূল্যবোধ শেখানো 

            iii. মাদকজাতীয় দ্রব্যের উৎপাদন নিষিদ্ধ করা।

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. i ও iii   

            গ. ii ও iii           ঘ. i,ii ও iii।                                                       

            নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ তারিক পিতা-মাতার আদরের সন্তান। ইদানীং তার আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে। স্কুলে না গিয়ে সে লুকিয়ে লুকিয়ে ধূমপান করে এবং টাকার জন্য মাকে প্রায়ই উত্যক্ত করে।

৩.         তারেকের আচরণটিতে কী প্রকাশ পায়?

            ক. শিশু অপরাধ      খ. মূল্যবোধের অবক্ষয় 

            গ. মাদকাসক্তি        ঘ. নিঃসঙ্গতা।

৪.         উদ্দীপকে বর্ণিত তারেকের আচরণের ফলে—

            i. বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিবে

            ii. মানসিক স্বাস্থ্যের তেমন পরিবর্তন হবে না

            iii. সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।     নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. i ও iii  

            গ. ii ও iii           ঘ. i,ii ও iii।

৫.         শিশু-কিশোরদের মধ্যে ধূমপানের অভ্যাস গড়ে ওঠে কীভাবে?

            ক. কৌতূহল মেটাতে  খ. বন্ধুদের প্ররোচনায়

            গ. বিজ্ঞাপনের প্রভাবে ঘ. সহজলভ্যতায় ।

৬.         বাংলাদেশ,ভারত,শ্রীলঙ্কা প্রভৃতি দেশে কিশোর অপরাধের বয়সসীমা কত?

            ক. ৭-১২বছর        খ. ৭-১৪বছর

            গ. ৭-১৬বছর        ঘ. ১৪-২০বছর ।

৭.         কতসালে ময়মনসিংহ জাদুঘর প্রতিষ্ঠিত হয়?

            ক. আধ্যাত্মিক সাধনা            খ. নৈসর্গিক অবস্থা

            গ. নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য    

            ঘ. সাহিত্য শিল্পের চর্চা।

৮.         যে পরিবারে কিশোর অপরাধী থাকে। সে পরিবারের—

            ক. শান্তি বিনিষ্ট হয় 

            খ. রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি পায়

            গ. পারিবারিক দাপট বৃদ্ধি পায়

            ঘ. মর্যাদা বৃদ্ধি পায়।

৯.         বখাটেরা প্রায় কাদেরকে উত্যক্ত করে?

            ক. নারীদের          খ. ছাত্রীদের  

            গ. পথচারীদের       ঘ. শিশুদের।

১০.       মাদকাসক্তিতে দেখা দেয়—

            i. রাজনৈতিক সহিংসতা        

            ii. সামাজিক অস্থিরতা

            iii. মূল্যবোধের অবক্ষয়।

            নিচের কোনটি সঠিক?

            ক. iও ii   খ. iii  গ. ii ও iii  ঘ. i,ii ও iii ।

১১.        কারা স্বাভাবিকভাবেই কৌতূহল প্রবণ?                                                           

            ক. মহিলারা           খ. শিশুরা 

            গ. কিশোররা         ঘ. যুবকরা

১২.        কিশোর অপরাধ হলো—

            র. গাড়ি ভাঙচুর      রর. বিনা টিকিটে ভ্রমণ

            iii. ঘুষ গ্রহণ।

            নিচের কোনটি সঠিক?

            ক. iও ii   খ. iii  গ. ii ও iii  ঘ. i,ii ও iii

১৩.       কিশোর অপরাধ কীভাবে প্রতিরোধ করা যায়?

            i. অভিভাবকদের সচেতনতার মাধ্যমে

            ii. উপযুক্ত শাস্তি প্রদানের মাধ্যমে

            iii. আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে।

            নিচের কোনটি সঠিক?

            ক. i    খ. ii   গ. ii ও iii   ঘ. i,ii ও iii

১৪.       মাদকাসক্তির কারণ কোনটি?

            ক. অপসংস্কৃতি         খ. বেকারত্ব

            গ. পারিবারিক অশান্তি ঘ. নিঃসঙ্গতা

১৫.       কোন দেশে অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে?

            ক. নেপাল            খ. ভুটান

            গ. ইন্দোনিশিয়াতে   ঘ. বাংলাদেশ ।

১৬.        মাদকাসক্তির প্রতিরোধের জন্য করণীয় হলো—

            i. ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান

            ii. সামাজিক আন্দোলন গড়ে তোলা

            iii. সচেতনতা সৃষ্টি করা।

            নিচের কোনটি সঠিক?

            ক. i খ. iও iii গ. i ও ii ঘ. i,ii ও iii ।

 

উত্তরমালা: ১.ক ২.ঘ ৩.গ ৪.খ ৫.ক ৬.খ ৭.গ ৮.ক ৯.খ ১০.গ ১১.ক ১২.ক ১৩.ঘ ১৪.ক ১৫.ঘ ১৬.ঘ।

সর্বশেষ খবর