সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মডেল টেস্ট

বিজ্ঞান

জান্নাতুল ফেরদৌস স্বর্ণা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মডেল টেস্ট

বহুনির্বাচনী প্রশ্ন                                                                               ১–৫০=৫০

১.         সালোকসংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ কোথা থেকে পায়?

            ক. বায়ু    খ. মাটি

            গ. জলীয়বাষ্প        ঘ. উদ্ভিদের পাতা থেকে।

২.         কোন প্রক্রিয়া পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের ভারসাম্য রাখে?

            ক. প্রস্বেদন           খ. ব্যাপন

            গ. সালোকসংশ্লেষণ  ঘ. অভিস্রবণ

৩.         মাছ কোথা থেকে অক্সিজেন গ্রহণ করে?

            ক. জলীয়বাষ্প        খ. বিশুদ্ধ অক্সিজেন

            গ. বায়ুমণ্ডলের বায়ু   ঘ. পানিতে বিদ্যমান বায়ু

৪.         নিচের কোন খাদ্যশৃঙ্খলটি সঠিক?

            ক. মানুষ>ঘাস>গরু খ. ঘাস> মানুষ>গরু

            গ. ঘাস> গরু>মানুষ ঘ. গরু-ঘাস>মানুষ।

৫.         উচ্চস্বরে গান বাজানো, বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজানোর ফলে কোনটি দূষিত হয়?

            ক. শব্দ    খ. মাটি               গ. পানি     ঘ. বায়ু

৬.         নিচের কোনটি শব্দ ও বায়ু উভয় প্রকার দূষণের জন্য দায়ী?

            ক. জেনারেটর চালানো           খ. ইট পোড়ানো  

            গ. দামি পোশাক      ঘ. দূষিত পরিবেশ

৭.         মানুষ ও অন্যান্য জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন?

            ক. উচ্চমানের খাবার খ. সুস্থ পরিবেশ

            গ. দামি পোশাক      ঘ. দূষিত পরিবেশ।

৮.         বেবিট্যাক্সি থেকে নির্গত কালো ধোঁয়ায় কোন গ্যাস বিদ্যমান থাকে?

            ক. নিয়ন  খ. হাইড্রোজন

            গ. হিলিয়াম           ঘ. কার্বন মনোক্সাইড

৯.         এভারেস্ট আরোহী এভারেস্ট চূড়ায় প্রচুর বরফ দেখতে পেল। এর কারণ কী হতে পারে?

            ক. শুধু পর্বতের চূড়ায় তূষার ঝড়

            খ. শুধু পর্বতের চূড়ায় বৃষ্টি

            গ. মেঘের পানি কণা ঠাণ্ডায় বরফে পরিণত হয়

            ঘ. পর্বত চূড়ায় বরফ সৃষ্টি হয়।

১০.       জলীয়বাষ্প বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে ঠাণ্ডা হয়ে কীসে পরিণত হয়?

            ক. পানিকণায়        খ. বাষ্পকণায়

            গ. বালুকণায়         ঘ. ঝরনা কণায়

১১.        আর্সেনিকোসিস কোন ধরনের রোগ?

            ক. বায়ুবাহিত         খ. পানিবাহিত

            গ. ছোঁয়াচে            ঘ. বংশানুক্রমিক

১২.        আর্সেনিক একটি—

            ক. বিশুদ্ধ পদার্থ      খ. উপকারী পদার্থ

            গ. বিষাক্ত পদার্থ     ঘ. স্বাস্থ্যকর পদার্থ

১৩.       কার্বন ডাই-অক্সাইড আগুনের ওপর একটি আবরণ তৈরি করে। এতে আগুন নেবার কারণ হলো—

            ক. আগুন বায়ুর অক্সিজেনের সংস্পর্শে আসে না

            খ. আগুন বায়ুর নাইট্রোজেনের সংস্পর্শে আসে না

            গ. আগুন ধোঁয়া সৃষ্টি করতে পারে না

            ঘ. আগুন পানির সংস্পর্শে আসে না।

১৪.       গাছের বৃদ্ধির জন্য কোন সার ব্যবহার করা হয়?

            ক. জৈব সার  খ. টিএসপি  গ. ইউরিয়া    ঘ. মিশ্র সার

১৫.       কোমলপানীয়ের সাথে কীভাবে কার্বন ডাই-অক্সাইড গ্যাস মিশানো হয়?

            ক. উচ্চ চাপে         খ. নিম্ন চাপে

            গ. নিম্ন তাপমাত্রায়    ঘ. উচ্চ গলনাংকে

১৬.        তুমি দোকানে বই কিনতে গিয়েছ। দেখলে বিক্রেতা ধূমপান করছে। এখন তুমি কী করবে?

            ক. বিষয়টা এড়িয়ে যাবে।

            খ. এর কুফল সম্পর্কে তাকে জানাবে।

            গ. তার বিরুদ্ধে মালিকের কাছে নালিশ করবে।

            ঘ. তাকে উৎসাহিত করবে।

১৭.       বস্তুকে গরম বা ঠাণ্ডা রাখার জন্য থার্মোফ্লাস্ক ব্যবহার করা হয়। এখানে তাপের পরিচলন, পরিবহন ও বিকিরণ—

            ক. প্রবাহিত করার ব্যবস্থা আছে

            খ. বন্ধ করার ব্যবস্থা আছে

            গ. সমপ্রবাহে প্রবাহিত হয়।

            ঘ. পদ্ধতিতে তিনটির একটি চালু আছে।

১৮.       সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে কী বলে?

            ক. সৌর বিদ্যুৎ       খ. আলোক বিদ্যুৎ

            গ. জল বিদ্যুৎ        ঘ. তাপ বিদ্যুৎ

১৯.        ঘরের এক প্রান্তে হিটার জ্বালালে অন্য প্রান্তের বাতাস কোন পদ্ধতিতে গরম হয়?

            ক. পরিবহন    খ. বিকিরণ      গ. পরিচলন           ঘ. বিক্ষেপণ

২০.       চিংড়ি রপ্তানিযোগ্য সামগ্রী। এটি বিদেশে পাঠাতে হলে কীভাবে সংরক্ষণ করে পাঠাতে হবে?

            ক. বরফ দিয়ে        খ. উচ্চতাপে

            গ. খুব ঠাণ্ডায় জমিয়ে ঘ. ফ্রেশ অবস্থায়

২১.        হিমাগারে সংরক্ষণ করা হয় কোনটি?

            ক. চাল, ডাল, মসলা           

            খ. চিংড়ি, নোনা ইলিংশ, জলপাই

            গ. আলু, গাজর, পিঁয়াজ         ঘ. গাজর, টমেটো রসুন।

২২.        পিয়াজ, গাজর সংরক্ষণের উপায় কোনটি?

            ক. হিমাগার           খ. উচ্চতাপ

            গ. রোদে শুকিয়ে      ঘ. ফ্রিজ

২৩.       নিচের কোনটি সোয়াইন ফ্লু’র লক্ষণ?

            ক.  মাথা ব্যথা        খ. ঘন ঘন শ্বাস-প্রশ্বাস

            গ. ক্ষুধা কম হওয়া   ঘ. সব কয়টি

২৪.       কারা বাতজ্বরে আক্রান্ত হয় বেশি?

            ক. শিশু      খ. বৃদ্ধ       গ. যুবক        ঘ. মহিলা

২৫.       ঠিকমত খাবার ও বেশি পানি পান করতে হয় সাধারণত কোন জ্বরে?

            ক. ডেঙ্গু    খ. বাতজ্বর   গ. ম্যালেরিয়া    ঘ. টাইফয়েড

২৬.        ছয় থেকে দশ বছর বয়স পর্যন্ত বয়সকে কি বলে?

            ক. শৈশবকাল        খ. বাল্যকাল

            গ. বয়ঃসন্ধিকাল      ঘ. বালক

২৭.       ম্যালেরিয়া রোগ হয় কোন মশার কামড়ে?

            ক. স্ত্রী এডিস         খ. পুরুষ এডিস

            গ. স্ত্রী এনোফিলিস   ঘ. পুরুষ এনোফিলিস

২৮.       কিউলেক্স মশার কামড়ে কী রোগ হয়?

            ক. গোদ    খ. ডেঙ্গু    গ. বাতজ্বর          ঘ. ম্যালেরিয়া

২৯.        কোন রোগ কফ, থুথু হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়?

            ক. যক্ষ্মা    খ. ডেঙ্গু      গ. জন্ডিস     ঘ. বসন্ত

৩০. মানুষ আমাশয় রোগে আক্রান্ত হয় কীসের কারণে?

            ক. দূষিত পানি পান করার কারণে।

            খ. দূষিত বায়ু সেবন করার ফলে।

            গ. দূষিত মাটিতে বসবাস করার জন্য

            ঘ. ঘুম না হবার জন্য।

৩১.       অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে অন্ধকার ঘরে বহুদিন বাস করার ফলে কোন রোগ হওয়ার আশঙ্কা থাকে?

            ক. ডেঙ্গুজ্বর    খ. বাতজ্বর     গ. জন্ডিস       ঘ. হাম

৩২.       সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে হলে কী করতে হবে?

            ক. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।

            খ. কফ, থুথু যেখানে-সেখানে ফেলতে হবে।

            গ. হাঁচি, কাশি হলে মুখে রুমাল দিতে হবে না।

            ঘ. দাঁত পরিষ্কার করতে হবে না।

৩৩.       কীসের পার্থক্যের জন্য ঋতু পরিবর্তন হয়?

            ক. তাপ খ. তাপমাত্রা   গ. দূরত্ব    ঘ. সময়।

৩৪.       কোপার্নিকাস মডেল কী ছিল?

            ক. পৃথিবী তার অক্ষের উপর ঘোরার ফলে দিন-রাত্রি হয়।

            খ. পৃথিবী সূর্যের চারপাশে ঘোরার ফলে দিন-রাত্রি হয়।

            গ. পৃথিবী স্থিতিশীল

            ঘ. সূর্য পৃথিবীর চারপাশে ঘোরার ফলে দিন-রাত্রি হয়।

৩৫.       বার্ষিক গতির হিসাব করা হয়—

            ক. সূর্যের অবস্থান দেখে           খ. পৃথিবীর অবস্থান দেখে

            গ. নক্ষত্রের অবস্থান দেখে   ঘ. সমুদ্রের অবস্থান দেখে

৩৬.       কক্ষপথে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে—

            ক. ৩৬৫ দিন         খ. ৩৬৫ দিন ৬ ঘণ্টা

            গ. ৩৬৪ দিন ৬ ঘণ্টা ঘ. ২৪ ঘণ্টা

৩৭.       পৃথিবী আপন কক্ষপথে দিনে কয়বার পাক খায়?

            ক. একবার    খ. তিনবার     গ. দুইবার  ঘ. চারবার

৩৮.       কৃষিতে সবচেয়ে বড় বিপ্লব ঘটে—

            ক. প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে

            খ. উন্নত যন্ত্র ব্যবহারের মাধ্যমে

            গ. রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে

            ঘ. জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে

৩৯.       নিচের কোনটি প্রাচীন কৃষি প্রযুক্তি?

            ক. ট্রাক্টর    খ. ড্রামসিডর   গ. লাঙল  ঘ. ইসিজি

৪০.       একজন বিজ্ঞানী ও একজন প্রযুক্তিবিদের কাজের মধ্যে সম্পর্ক কোন ধরনের?

            ক. অভিন্ন    খ. বিচ্ছিন্ন    গ. ভিন্ন     ঘ. কিছুটা মিল।

৪১.       কাচ কি সম্পদ?

            ক. সামাজিক    খ. কৃত্রিম   গ. রাজনৈতিক            ঘ. প্রাকৃতিক

৪২.       সোয়াইন ফ্লু হলে জ্বর কত ডিগ্রি হয়?

            ক. ১০৩       খ. ১০২     গ. ১০১     ঘ. ১০ ৪

৪৩.       ঘূর্ণিঝড়ের উৎপত্তি কোথায় ঘটে?

            ক. মহাসাগরে   খ. নদীতে গ. সাগরে     ঘ. জলপ্রপাতে।

৪৪.       জারিনের শরীর অসুস্থ। তার শরীরে শক্তি প্রয়োজন। এজন্য মা তাকে দিলেন—

            ক. খাবার   খ. কাজ   গ. বৈদ্যুতিক চার্জার                ঘ. বল।

৪৫. প্রযুক্তি সব সময়—

            ক. কল্যাণকর        খ. ক্ষতিকর                     

            গ. কল্যাণকর অথবা ক্ষতিকর, তা প্রয়োগের ওপর নির্ভরশীল

            ঘ. কল্যাণকরও নয়, ক্ষতিকরও নয়।

৪৬.       উঁচু পর্বতের চূড়ায় পানি কিরূপে থাকে?

            ক. পানি    খ. শিশির    গ. জলীয়বাষ্প      ঘ. বরফ

৪৭.       আবহাওয়া ও জলবায়ুর প্রধান পার্থক্য কীসে?

            ক. সময়ে  খ. নামে  গ. স্থানে     ঘ. বৈশিষ্ট্যে

৪৮. সবুজ শক্তি কী?

            ক. গ্যাস  খ. তেল  গ. কয়লা     ঘ. বায়ুপ্রবাহ

৪৯. তথ্য ও প্রযুক্তি লাঘব করেছে—

            ক. বুদ্ধিগত কাজ     খ. কায়িক শ্রম

            গ. যাতায়াত           ঘ. কৃষি শ্রম

৫০.       নির্দিষ্ট তথ্যের উৎস খোঁজার জন্য ইন্টারনেটে কী আছে?

            ক. Search ইঞ্জিন              খ. address bar

            গ. manu bar      ঘ. image           (চলবে)

 

 

উত্তরমালা : ১.খ ২.গ ৩.ঘ ৪.গ ৫.ক ৬.ক ৭.খ ৮.ঘ ৯.গ ১০.ক ১১.খ ১২.গ ১৩.ক ১৪.গ ১৫.ক ১৬.খ ১৭.খ ১৮.ক ১৯.গ ২০.গ ২১.গ ২২.ক ২৩.ঘ ২৪.ক ২৫.ক ২৬.ক ২৭.গ ২৮.ক ২৯.ক ৩০.ক ৩১.ক ৩২.ক ৩৩.গ ৩৪.ক ৩৫.গ ৩৬.খ ৩৭.ক ৩৮.ঘ ৩৯.গ ৪০.গ ৪১.খ ৪২.ক ৪৩.ক ৪৪.ক ৪৫.গ ৪৬.ঘ ৪৭.ক ৪৮.ঘ ৪৯.খ ৫০.ক।

সর্বশেষ খবর