সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মডেল টেস্ট

জান্নাতুল ফেরদৌস স্বর্ণা

বিজ্ঞান

(পূর্ব প্রকাশের পর)

     (২নং) সংক্ষেপে উত্তর লিখ                         ১–১৫=১৫

১. পানি দূষণ কী?

            ২. কোন গ্যাস বায়ু থেকে ভারী?

            ৩. তথ্যপ্রযুক্তি বলতে কী বুঝ?

            ৪. কাঠ থেকে চেয়ার তৈরি করতে কী কী প্রয়োজন?

            ৫. ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ কী?

            ৬. নবায়নযোগ্য  জ্বালানি কাকে বলে?

            ৭. সুষম খাদ্য কাকে বলে?

            ৮. সৌর বিদ্যুৎ কী?

            ৯. কখন বৃষ্টি কম এবং বায়ু শুষ্ক থাকে?

            ১০. বৈশ্বিক উষ্ণয়ন কী?

            ১১. কম্পিউটারের ইনপুট ডিভাইসগুলোর নাম লিখ।

            ১২. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি?

            ১৩. পানির ৫টি উেসর নাম লিখ।

            ১৪. গ্যালাক্সি কাকে বলে?

            ১৫. সংক্রামক রোগ কাকে বলে?

            ৩নং রচনামূলক প্রশ্নোত্তর লিখ (৭টি)       ৫–৭=৩৫

১.         দৈনন্দিন জীবনে আমরা যেসব কাজে বায়ু ব্যবহার করি, এরূপ ৫টি ব্যবহার লিখ।

২. জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের ৫টি উপায় লিখ।

৩. আমাদের জীবনে তথ্যপ্রযুক্তির ৫টি ব্যবহার লিখ।

৪. ঋতু পরিবর্তন কেন হয়? ৫টি বাক্যে লিখ।

৫. শীতপ্রধান দেশে গ্রিন হাউজ কি উদ্দেশ্যে কমানো হয়?

৬. পদার্থের কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা এর ভিন্নতা লক্ষ্য করতে পারি?

সর্বশেষ খবর