সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

জেনে নিন

শিক্ষা ডেস্ক

১.         চীনের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কী?

            উত্তর: তিয়াংগং-১

২.         ‘অ্যামিকাস কিউরি’ শব্দগুচ্ছের অর্থ কী?

            উত্তর : আদালতের আইনি সহায়তাকারী   

৩.         বর্তমানে বন্ধ থাকা উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী যৌথ শিল্পাঞ্চলটির নাম কী?

            উত্তর : কায়েসং

৪. মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি পদচ্যুত হন কখন?

            উত্তর : ৩ জুলাই, ২০১৩

৫.         ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতিবিষয়ক দফতরের প্রধান কে?

            উত্তর : ক্যাথরিন অ্যাস্টন

৬.         ব্রিটিশ সিংহাসনের সদ্যোজাত তৃতীয় রাজার নাম কি রাখা হয়েছে?

            উত্তর : জর্জ আলেকজান্ডার লুই। লুই গত ২২ জুলাই জন্মগ্রহণ করে।

৭.         ইন্টারনেট ও টেলিফোনে যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা কর্মসূচি সংক্রান্ত তথ্য ফাঁস করে দেওয়া সিআইএ’র গোয়েন্দা কর্মকর্তার নাম কী?

            উত্তর : অ্যাডওয়ার্ড যোশেফ স্নোডেন।

৮.         সূর্যে ব্যবহূত গ্যাসটির নাম?

            উত্তর : হাইড্রোজেন

৯.         দেহের বৃদ্ধি সাধন করে কোনটি?

            উঃ আমিষ

১০. ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা চ, ঘ এর পুত্র। চ এর সঙ্গে ক এর সম্পর্ক কী?

            উত্তর : ক এর চাচা

১১.        একজন লোক বলল তোমার মা আমার মায়ের ভাইয়ের নানী। তাহলে লোকটির সঙ্গে তার সম্পর্ক কী?

            উত্তর : নানী/নানা

১২. মুজিবনগর কোন জেলায়?

            উত্তর : মেহেরপুর

১৩. সবচেয়ে দ্রুততম পাখির নাম কী?

            উত্তর : সুইফট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর