শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

মেহেরুন্নেসা খাতুন


এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম অধ্যায়

ইতিহাস পরিচিতি

অনুধাবনমূলক প্রশ্ন

১. ইতিহাস কাকে বলে?

উত্তর : ‘ইতিহাস’ শব্দটির উত্পত্তি ‘ইতিহ’ শব্দ থেকে, যার অর্থ ‘ঐতিহ্য’। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য-সংস্কৃৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। প্রকৃতপক্ষে, মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহই হলো ইতিহাস।

 

২. ইতিহাসের উপাদান কী?

উত্তর : যেসব তথ্য-প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকেই ইতিহাসের উপাদান বলা হয়। সঠিক ইতিহাস লিখতে ঐতিহাসিক উপাদানের গুরুত্ব অপরিসীম। ইতিহাসের উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা : লিখিত উপাদান ও অলিখিত উপাদান।

 

৩. ইতিহাসের লিখিত উপাদান কী?

উত্তর : ইতিহাসের যেসব উপাদান লিখিত উৎস থেকে পাওয়া যায় তাকে লিখিত উপাদান বলে। ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যকর্মে ও তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়। যেমন—বেদ, কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’, কলহনের ‘রাজতরঙ্গিনী’, মিনহাজ-উস-সিরাজের ‘তবকাত-ই-নাসিরী’, আবুল ফজলের ‘আইন-ই-আকবরী’ ইত্যাদি।

 

৪. ইতিহাসের অলিখিত উপাদান কী?

উত্তর : ইতিহাসের যেসব উপাদানের কোনো লিখিত উৎস নেই কিন্তু প্রামাণ্য বস্তু আছে, তাকে অলিখিত উপাদান বলে। যেমন—মুদ্রা, শিলালিপি স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এসব নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়।

 

৫. বিষয়বস্তুগত ইতিহাস কাকে বলে?

উত্তর : কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলা হয়। ইতিহাসের বিষয়বস্তুর পরিসর ব্যাপক। সাধারণভাবে একে পাঁচ ভাগে ভাগ করা যায়। যথা-রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, কূটনৈতিক ও সাম্প্রতিককালের ইতিহাস।

 

৬. ইতিহাসের বিষয়বস্তু কী?

উত্তর : মানুষ তার সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও লিখিত দলিল হলো ইতিহাস। ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে আধুনিক ঐতিহাসিকদের মধ্যে ভিকো মনে করেন, মানবসমাজ ও মানবীয় প্রতিষ্ঠানগুলোর উত্পত্তি ও বিকাশই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। সুতরাং দেখা যাচ্ছে, মানুষের গুরুত্বপূর্ণ অর্জন, যা মানবসমাজ-সভ্যতার উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে তা সবই ইতিহাসের বিষয়বস্তু। যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছে তাই ইতিহাসের বিষয়বস্তু।

 

জ্ঞানমূলক প্রশ্ন

১. কোন শব্দ থেকে ইতিহাস শব্দের উত্পত্তি হয়েছে?

উত্তর : ‘ইতিহ’ শব্দ থেকে ইতিহাস শব্দের উত্পত্তি হয়েছে।

 

২. ঐতিহ্য কী?

উত্তর : ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য-সংস্কৃৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে।

 

৩. ‘ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ’ উক্তিটি কার?

উত্তর : উক্তিটি ই. এইচ. কারের।

 

৪. ‘যা কিছু ঘটে তাই ইতিহাস’—কে বলেছেন?

উত্তর : ‘যা কিছু ঘটে তাই ইতিহাস’ ড. জনসন বলেছেন।

 

৫. ‘হিস্ট্রি’ শব্দটি কোথা থেকে এসেছে?

উত্তর : গ্রিক শব্দ ‘হিস্টরিয়া’ (Historia) থেকে ইংরেজি ‘হিস্ট্রি’ (History) শব্দটি এসেছে।

 

৬. ‘হিস্ট্রি’ (History) শব্দের বাংলা প্রতিশব্দ কী?

উত্তর : ‘হিস্ট্রি’ শব্দের বাংলা প্রতিশব্দ ইতিহাস।

 

৭. হিস্টরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে?

উত্তর : হিস্টরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।

 

৮. ইতিহাসের জনক বলা হয় কাকে?

উত্তর : ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে।

 

৯. ‘ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা’—কে বলেছেন?

উত্তর : ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা—বলেছেন র‍্যাপসন।

 

১০. ইতিহাস মানেই হলো নগ্ন সত্য—কে বলেছেন?

উত্তর : ‘ইতিহাস মানেই হলো নগ্ন সত্য’—বলেছেন আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাংকে। [চলবে]

 

১১। ইতিহাসের উপাদান কী?

উত্তর : যেসব তথ্য-প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকেই ইতিহাসের উপাদান বলা হয়।

 

১২। ইতিহাসের উপাদান কত প্রকার?

উত্তর : ইতিহাসের উপাদান দুই প্রকার। যথা্তলিখিত উপাদান ও অলিখিত উপাদান।

 

১৩। সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি ইতিহাসের কী ধরনের উপাদান?

উত্তর : সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি ইতিহাসের লিখিত উপাদান।

 

১৪। ফা-হিয়েন ও হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক?

উত্তর : ফা-হিয়েন ও হিউয়েন সাং চীন দেশের পরিব্রাজক।

 

১৫। ইবনে বতুতা কোন দেশের পরিব্রাজক?

উত্তর : ইবনে বতুতা আফ্রিকান পরিব্রাজক।

 

১৬। প্রত্নতাত্তি্বক নিদর্শন কী?

উত্তর : যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সে বস্তু বা উপাদানই প্রত্নতাত্তি্বক নিদর্শন।

 

১৭। প্রত্নতাত্তি্বক নিদর্শন ইতিহাসের কী ধরনের উপাদান?

উত্তর : প্রত্নতাত্তি্বক নিদর্শন ইতিহাসের অলিখিত উপাদান।

সর্বশেষ খবর