শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

নবম ও দশম শ্রেণির হিসাববিজ্ঞান

ইয়াসির আরাফাত


নবম ও দশম শ্রেণির হিসাববিজ্ঞান

তৃতীয় অধ্যায় : দুই তরফা দাখিলা পদ্ধতি

বহু নির্বাচনী প্রশ্ন

 

 ১.  মোট ডেবিট সর্বদাই মোট ক্রেডিটের সমান্তএটা দুই তরফা দাখিলা পদ্ধতির কী?

    (ক) ভিত্তি             (খ) সুবিধা

    (গ) বৈশিষ্ট্য            (ঘ) অনুমিত শর্ত

 

২.  কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে দুই তরফা দাখিলা পদ্ধতি সর্বাধিক জনপ্রিয়?

    (ক) একমালিকানা        (খ) অংশীদারি

    (গ) ক্ষুদ্র ও মাঝারি       (ঘ) যৌথ-মূলধনী

 

৩. দুই তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি হলো

    i. দাতা ও গ্রহীতা দুটি পক্ষ থাকবে

    ii. দাতার হিসাব ডেবিট এবং গ্রহীতার হিসাব ক্রেডিট হবে

    iii. ডেবিট অঙ্ক সর্বদাই ক্রেডিট অঙ্কের সমান হয়।

 

    নিচের কোনটি সঠিক?

    (ক) i, ii           (খ) i, iii

    (গ) ii, iii        (ঘ) i, ii ও iii

 

৪. ঐচ্ছিক কাজ হিসেবে বহুঘর বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়। হিসাবচক্রের কোন ধাপে এটি প্রস্তুত করা হয়?

    (ক) সপ্তম                 (খ) অষ্টম

    (গ) তৃতীয়             (ঘ) চতুর্থ

 

৫. বাট্টাজনিত দাখিলা লেখা হয় কোন বইতে?

    (ক) নগদান বই             (খ) বিক্রয়ফেরত বই

    (গ) প্রাপ্য বিল বই       (ঘ) প্রকৃত জাবেদা

 

৬. প্রতিটি হিসাবের  উদ্ধৃত্তি নির্ণয় হয় হিসাবচক্রের কোন ধাপে?

    (ক) দ্ব্বিতীয় ধাপে         (খ) তৃতীয় ধাপে

    (গ) চতুর্থ ধাপে           (ঘ) পঞ্চম ধাপে

 

৭. লাভ-ক্ষতি নির্ণয় দুই তরফা দাখিলা পদ্ধতির কী?

    (ক) সুবিধা             (খ) বৈশিষ্ট্য

    (গ) উদ্দেশ্য            (ঘ) নীতিমালা

 

৮. মুনাফাজাতীয় আয়-ব্যয়ের জের ও উত্তোলন হিসাব বন্ধকরণে কোনটি প্রয়োজন?

    (ক) প্রারম্ভিক দাখিলা      (খ) সংশোধনী জাবেদা

    (গ) সমাপনী দাখিলা      (ঘ) সমন্বয় দাখিলা

 

    নিচের উদ্দীপকের আলোকে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

    জনাব মুস্তাফিজুর রহমান ৩০ জুন ২০১৭ তারিখে নগদ ৫০,০০০ টাকা, পণ্যদ্রব্য বাবদ ২০,০০০ টাকা ও ২৫,০০০ টাকার ব্যক্তিগত কম্পিউটার নিয়ে কম্পিউটার কম্পোজ ও ফটোকপির ব্যবসায় আরম্ভ করলেন।

 

৯. জনাব মুস্তাফিজুর রহমানের ব্যবসায়ে তাঁর মূলধনের পরিমাণ কত?

    (ক) ৫০,০০০ টাকা      (খ) ৭০,০০০ টাকা

    (গ) ৯৫,০০০ টাকা      (ঘ) ১,০০,০০০ টাকা

 

১০. উদ্দীপকের ২৫,০০০ টাকা দ্বারা মস্তাফিজুরের ব্যবসায়ে কী বৃদ্ধি পাবে?

    (ক) চলতি সম্পদ            (খ) স্থায়ী সম্পদ

    (গ) চলতি দায়               (ঘ) দীর্ঘমেয়াদি দায়

 

 উত্তর : ১. গ ২. ঘ ৩. খ ৪. ক ৫. ক ৬. গ ৭. ক ৮. গ ৯. গ ১০. খ।

সর্বশেষ খবর