রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এসএসসি মডেল টেস্ট : বাংলা প্রথমপত্র

মিজানুর রহমান

এসএসসি মডেল টেস্ট : বাংলা প্রথমপত্র

সৃজনশীল প্রশ্ন

গদ্য ও পদ্য অংশের প্রতিটি থেকে অন্তত ২টি এবং উপন্যাস ও নাটক অংশের প্রতিটি থেকে অন্তত ১টিসহ মোট ৭টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান ১০।

 

     ক অংশ গদ্য

১.         আকলিমার স্বামী কোনো কাজ করে না, তাই তিনি অন্যের বাড়িতে কাজ করেন। স্বল্প আয়ে সংসার চলে না বলে বিভিন্ন বাড়ি থেকে তেল, মসলা, পেঁয়াজ, রসুন এনে রান্নার কাজে ব্যবহার করেন। অন্যের বাড়িতে তার কাজ করতে ইচ্ছে করে না, তবুও বাধ্য হয়ে করতে হয়।

            ক. মমতাদির স্বামীর চাকরি কবে হয়েছে বলে সে লেখকের মাকে জানায়?

            খ. মমতাদিকে কেউ মেরেছে বলে লেখকের সন্দেহ হলো কেন? ব্যাখ্যা কর।

            গ. আকলিমার সঙ্গে ‘মমতাদি’ গল্পের মমতাদির কোন দিকটির বৈসাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।

            ঘ. ‘মমতাদি’ গল্পের মূল ভাব প্রতিফলিত হয়েছে কী? বিশ্লেষণ কর।

২.         মা মরা মেয়ে লতিফা আজ শ্বশুরবাড়ি যাবে।

            সুখে থাকবে এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া আবাদের সামান্য জমিটুকু বন্ধক রেখে বিয়ের যাবতীয় খরচ জোগাড় করলেন। কিন্তু পণের টাকা জোগাড় করতে পারেননি— এই কথা জানালে বর হালিমের বাবা হাশেম মিয়া ছেলেকে বিয়ের আসর থেকে উঠিয়ে নিয়ে গেলেন। ছেলেও বাবার কথায় কোনো প্রতিবাদ না করে তাকে অনুসরণ করল।

            ক. নিরুপমার স্বামী কী কাজ করতেন?

            খ. ‘অবস্থা এমন হইল যে, সংসারের খরচ আর চলে না’— কেন?

            গ. উদ্দীপকের হালিমের সঙ্গে নিরুপমার বরের বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।

            ঘ. ‘যৌতুক প্রথার ভয়াবহ পরিণতি নিরুপমার মতো লতিফার জীবনে নেমে আসতে পারেনি’—কথাটির সত্যতা যাচাই কর।

৩.         জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া

            ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয় তো মোয়া।

            হুঁকোর জল আর ভাতের হাঁড়ি— ভাবলি এতেই জাতির জান,

            তাই তো বেকুব, করলি তোরা এক জাতিরে একশখান।

            এখন দেখিস ভারতজোড়া পচে আছিস বাসি মড়া,

            মানুষ নাই আজ, আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া।

            ক. ‘সন্ধ্যাহ্নিক’ কী?

            খ. ‘কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় থেকে অব্যাহতি লাভ করিয়াছিল’— ব্যাখ্যা কর।

            গ. উদ্দীপকে ‘অভাগীর স্বর্গ’ গল্পের যে সমাজচিত্রের ইঙ্গিত রয়েছে, তা ব্যাখ্যা কর।

            ঘ. “উদ্দীপকের কবির ইচ্ছা যদি ‘অভাগীর স্বর্গ’ গল্পে প্রতিফলিত হতো, তবে অভাগীর পরিণতি হয়তো ভিন্নতর হতো”— মন্তব্যটির যথার্থতা যাচাই কর।

৪.         হরিণামপুরের চেয়ারম্যান সাহেবের মেয়ের বিয়ে উপলক্ষে বিরাট আয়োজন। এলাকার ধনী-গরিব সবাই এসেছেন দাওয়াত খেতে। দরিদ্র কৃষক গণি মিয়াও তার ছেলে গিয়াসকে নিয়ে দাওয়াত খেতে এসেছেন। কিন্তু বিপত্তি ঘটল গিয়াসের হাত থেকে পড়ে একটি গ্লাস ভেঙে যাওয়ায়। চেয়ারম্যান সাহেবের স্ত্রী স্বামীর ওপর রাগ করে বললেন— এসব ছোটলোকদের দাওয়াত দিয়ে ভুল করেছ। ওরা কি এক সারিতে বসে খাওয়ার যোগ্য?

            চেয়ারম্যান তাকে থামানোর চেষ্টা করে বলেছেন, ‘এদের কারণেই আমি আজ হরিণামপুরের চেয়ারম্যান।’

            ক. ‘বোধন বাঁশি’ কী?

            খ. আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না কেন?

            গ. উদ্দীপকের চেয়ারম্যানের স্ত্রীর সঙ্গে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে বর্ণিত কাদের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

            ঘ. ‘এরাই তো আমাদের ভাগ্য নিয়ন্তা’—উদ্দীপকের চেয়ারম্যানের এই বক্তব্যে যে মানসিকতার পরিচয় মেলে, তা ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর।

            খ অংশ পদ্য

৫.         মাদার তেরেসা অকৃত্রিম মাতৃস্নেহের আধার ছিলেন। আলবেনিয়ান বংশোদ্ভূত হয়েও তিনি তাঁর কাজের জন্য সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন। ১৯৫০ সালে তিনি কলকাতায় ‘মিশনারিজ অব চ্যারিটি’ নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময় এই চ্যারিটি হোম সমগ্র পৃথিবীর দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের জন্য কাজ করে। এই কাজের জন্য ১৯৭৯ সালে তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। সেই পুরস্কারের অর্থ তিনি সেবার কাজে ব্যয় করেন। ১৯৯৭ সালে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু পৃথিবীর মানুষ তার নাম শ্রদ্ধাভরে স্মরণ করে।

            ক. বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন।

            খ. এ পৃথিবীতে কবি অমরালয় রচনা করতে চান কেন?

            গ. ‘প্রাণ’ কবিতার কোন বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।

            ঘ. “মাদার তেরেসার জীবন পরিণতিই ‘প্রাণ’ কবিতার মূল উপজীব্য” মন্তব্যটি বিশ্লেষণ কর।

 

(চলবে)

সর্বশেষ খবর