রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জেনে নিন

শিক্ষা ডেস্ক

১.         ভাববাচক বিশেষ্যের উদাহরণ কোনগুলো?

            উত্তর: দর্শন, ভোজন।

২.         কনিষ্ঠা কন্যা, একাদশ শ্রেণি কোন ধরনের বিশেষণ?

            উত্তর: ক্রমবাচক বিশেষণ।

৩.         বিশেষণ কয় প্রকার ও কী কী?

            উত্তর: দুই প্রকার। যথা— নাম বিশেষণ ও ভাব বিশেষণ।

৪.         কালো মেঘ, সবুজ বন প্রভৃতি কীসের উদাহরণ?

            উত্তর: রূপবাচক বিশেষণ।

৫.         স্বয়ং, নিজ, খোদ, আপনি প্রভৃতি কোন ধরণের সর্বনাম।

            উত্তর: আত্নবাচক।

৬.         যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে কী বলে?

            উত্তর: ভাব বিশেষণ।

৭.         উত্তম পুরুষের একবচনে দীন, অধম, সেবক, দাস, প্রভৃতি ব্যবহূত হয় কী প্রকাশে?

            উত্তর: বিনয় প্রকাশ।

৮.         কবিতার ক্ষেত্রে ‘আমার’ স্থলে কী হয়?

            উত্তর: মম।

৯.         বিদেশি অব্যয় শব্দ কোনগুলো?

            উত্তর: বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি, মারহাবা ইত্যাদি।

১০.       তৎসম অব্যয় কোনগুলো?

            উত্তর: হঠাৎ, দৈবাৎ, পুনশ্চ, বরং, যদি, সাহসা।

১১.        সংযোজক অব্যয় কোনগুলো?

            উত্তর: আর, ও, সুতরাং প্রভৃতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর