সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

প্রাথমিক সমাপনী পরীক্ষা : বিজ্ঞান

মেহেরুন্নেসা খাতুন

পাঠ প্রস্তুতি

১.         সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?

            ক. প্রায় ৮ মিনিট   খ. ১.৩ সেকেন্ড   

            গ. ৩৬৫ দিন         ঘ. ২৪ ঘণ্টা

            উত্তর : ক. প্রায় ৮ মিনিট

২.         নিশানের মামা মহাকাশ সম্পর্কে গবেষণা করেন। এটা কোন বিজ্ঞানের অন্তর্ভুক্ত?

            ক. চিকিৎসাবিজ্ঞান  খ.পদার্থবিজ্ঞান

            গ. জ্যোতির্বিজ্ঞান     ঘ. রসায়ন বিজ্ঞান

            উত্তর : গ. জ্যোতির্বিজ্ঞান

৩.         রুপা সুষম খাদ্য গ্রহণ করে। সে কীভাবে খাদ্য গ্রহণ করে?

            ক. সে খাদ্যতালিকা থেকে প্রথম তিনটি গ্রহণ করে

            খ. সে খাদ্যতালিকা থেকে শেষ তিনটি গ্রহণ করে

            গ. সে খাদ্যতালিকার পছন্দমতো খাদ্য খায়           

ঘ. সে পরিমাণমতো খাদ্য গ্রহণ করে

            উত্তর : ঘ. সে পরিমাণমতো খাদ্য গ্রহণ করে

৪.         অহন প্রতিদিন খাদ্যতালিকা অনুযায়ী দুধ পান করে। এখানে দুধ কোন খাদ্যদলের অন্তর্ভুক্ত?

            ক. শর্করা খ. চর্বি

            গ. খনিজ লবণ       ঘ. ক্যালসিয়াম, ভিটামিন

            উত্তর : ঘ. ক্যালসিয়াম, ভিটামিন

৫.         চিনি, সিরকা বা তেল দিয়ে নিচের কোনগুলো সংরক্ষণ করা যায়?

            ক. জলপাই, বরই, আম

            খ. আম, জাম, কাঁঠাল

            গ. মাছ, মাংস, সবজি           

ঘ. আম, পেয়ারা, লিচু

            উত্তর : ক. জলপাই, বরই, আম

৬.         কামাল একজন অসাধু ফল ব্যবসায়ী। সে ফল পাকানোর জন্য রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে। সে কী ব্যবহার করে?

            ক. কৃত্রিম রং         খ. ফরমালিন       

            গ. কার্বাইড                ঘ. সুগন্ধি

            উত্তর : গ. কার্বাইড

৭.         তোমার পার্শ্ববর্তী বাজারে ভ্রাম্যমাণ আদালত ফাস্ট ফুডের দোকানে অভিযান চালিয়ে কৃত্রিম রং মেশানোর দায়ে একজনকে জরিমানা করেছেন। অভিযুক্ত ব্যক্তি কেন কাজটি করেছে?

            ক. খাবার আকর্ষণীয় ও বেশি সময় সংরক্ষণের জন্য

            খ. খাবার আকর্ষণীয় ও লোভনীয় করার জন্য

            গ. খাবার জীবাণুমুক্ত করার জন্য

            ঘ. খাবার স্বাদযুক্ত করার জন্য

            উত্তর : খ. খাবার আকর্ষণীয় ও লোভনীয় করার জন্য

৮.         শিহাব বেশি বেশি জাঙ্কফুড খায়। এ ক্ষেত্রে তার কী হবে?

            ক. যকৃৎ অকৃতকার্য হবে

            খ. শ্বাসকষ্ট হবে     

            গ. মুটিয়ে যাবে       ঘ. ক্যান্সার হবে

            উত্তর : গ. মুটিয়ে যাবে।

সর্বশেষ খবর