সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দেশ পরিচিতি

শিক্ষা ডেস্ক

পুরো নাম : অস্ট্রিয়া প্রজাতন্ত্র

রাজধানী : ভিয়েনা

সরকার পদ্ধতি : আধা রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র (কার্যত

পার্লামেন্টারি প্রজাতন্ত্র)

আইনসভা : পার্লামেন্ট

উচ্চকক্ষ : ফেডারেল কাউন্সিল

নিম্নকক্ষ : ন্যাশনাল কাউন্সিল

জনসংখ্যা : ৮৬ লাখ দুই হাজার ১১২ জন (২০১৫ সালের গণনা)

ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ১০১.৪ জন

জাতিগোষ্ঠী : অস্ট্রিয়ান-৮১.১%, জার্মান-২.৭%, তুর্কি-২.২%, অন্যান্য ১৪%

আয়তন : ৮৩ হাজার ৮৭৯ বর্গকিলোমিটার

প্রধান ভাষা : জার্মান

ধর্ম : খ্রিস্টান

গড় আয়ু : ৭৮ (পুরুষ), ৮৪ (নারী)

জিডিপি : ৪০২.৪২০ বিলিয়ন ডলার

(মোট) ৪৭ হাজার ৩১ ডলার (মাথাপিছু)

মুদ্রা: ইউরো।

সর্বশেষ খবর