মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এইচএসসি পরীক্ষা প্রস্তুতি

সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র

স্বর্ণা রায়

এইচএসসি পরীক্ষা প্রস্তুতি

বহুনির্বাচনী প্রশ্ন

 

১.         ‘সমাজবিজ্ঞান সমীক্ষণ’ বইটি কার লেখা?

            ক. নাজমুল হোসেন      

খ. সৈয়দ গোলাম হোসেন

            গ. আবুল ফজল

            ঘ. ড. একে এম নাজমুল করিম

২.         ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়—

            ক. ১৯৩৬ সালে            খ ১৯৪২ সালে  

            গ. ১৯৪০ সালে  ঘ. ১৯২১ সালে

৩.        আইন-ই-আকবরি গ্রন্থের লেখক কে?

            ক. আল বেরুনি             খ. আবুল ফজল

            গ. সৈয়দ গোলাম হোসেন

            ঘ. অগাস্ট কোঁত

৪.         কত শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান স্বতন্ত্র বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করে?

            ক. ১৯৫৫-৫৬ শিক্ষাবর্ষে           

            খ. ১৯৫৬-৫৭ শিক্ষাবর্ষে

            গ. ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে           

            ঘ. ১৯৫৮-৫৯ শিক্ষাবর্ষে

৫.         Cultural log তত্ত্বের প্রবক্তা হচ্ছে—

            ক. William F. Ogburn 

            খ. Max Weber

            গ. Karl Marx    ঘ. Auguste Comte

৬.        ‘সংস্কৃতি হচ্ছে খাঁটি হওয়া, মার্জিত হওয়া বা রুচিশীল হওয়া’ কার মত?

            ক. টেইলরের     খ. ক্যান্টের

            গ. ম্যাথিউ আর লন্ডের ঘ. ম্যাকাইভারের

৭.         সংস্কৃতির ধরনগুলো হচ্ছে—

            i. বিমূর্ত সংস্কৃতি           ii.বস্তুগত সংস্কৃতি      

            iii. অবস্তুগত সংস্কৃতি

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii 

            গ. ii ও iii          ঘ. i, ii ও iii

৮.        ‘A Hand book of Sociology’ গ্রন্থের লেখক কে?

            ক. অগবার্ন ও নিমকফ 

            খ. ম্যাকাইভার ও পেজ

            গ. ডেভিড জেরি ও জুলিয়া জেরি

            ঘ. বটোমর ও চার্লস

৯.         ঐতিহাসিক আগরতলা মামলার আসামি ছিলেন—

            ক. ৩৫ জন খ. ৪০ জন গ. ২৫ জন ঘ. ৪৫ জন

১০.       বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের সময় ছিল—

            ক. ২১ মিনিট    খ. ২৩ মিনিট

            গ. ১৯ মিনিট    ঘ. ২০ মিনিট

১১.       ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কতটি আসন লাভ করে?

            ক. ১৬৭টি  খ. ১৬৯টি  গ. ১৬৫টি  ঘ. ১৭১টি

১২.       বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে মঙ্গোলয়েড নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়—

            i. গারোদের মধ্যে          ii. সাঁওতালদের মধ্যে

            iii. চাকমাদের মধ্যে

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii

            গ. ii ও iii          ঘ. i, ii ও iii

১৩.      ইউনেসকো উপজাতি পরিবর্তে কোন শব্দ ব্যবহারের জন্য বিশ্বসম্প্রদায়কে আহ্বান জানায়?

            ক. এথনিক কমিউনিটি খ. সংখ্যালঘু সম্প্রদায়

            গ. মাইনরিটি গ্রুপ         ঘ. কোনোটিই নয়

১৪.       বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে—

            i. ভাষা আন্দোলনে

            ii. যুক্তফ্রন্ট নির্বাচনে

            iii. ৭০-এর নির্বাচনের মাধ্যমে

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii   খ. i ও iii গ. ii ও iii  ঘ. i, ii ও iii

            নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            ১৯৬৬ সালে লাহোরে উত্থাপিত দাবি

            বাঙালি জাতির মুক্তির সনদ

১৫.       উক্ত বিষয়দ্বয় কোন ঘটনাকে ইঙ্গিত করে?

            ক. ভাষা আন্দোলন       খ. ছয় দফা কর্মসূচি

            গ. গণ-অভ্যুত্থান           ঘ.অসহযোগ আন্দোলন

১৬.      উক্ত দাবি উত্থাপনের কারণ হলো—

            i. বাংলার অধিকার প্রতিষ্ঠা

            ii. বাঙালির রাজনৈতিক অধিকার আদায়

            iii. আইয়ুব সরকারের পতন নিশ্চিতকরণ

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii

            গ. ii ও iii          ঘ. i, ii ও iii

১৭.       কাদের ষড়যন্ত্র ‘লারকানা ষড়যন্ত্র’ নামে কুখ্যাত হয়?

            ক. ইয়াহিয়া খান ও ভুট্টোর

            খ. লিয়াকত আলী খান ও ইয়াহিয়ার

            গ. লিয়াকত খান ও ভুট্টোর

            ঘ. খাজা নাজিমুদ্দিন ও ইয়াহিয়া খানের

১৮.      অখণ্ড পাকিস্তান রাষ্ট্রের দুই অংশের মধ্যে কত কিলোমিটার ব্যবধান ছিল?

            ক. প্রায় এক হাজার কিলোমিটার

            খ. প্রায় দুই হাজার কিলোমিটার

            গ. প্রায় তিন হাজার কিলোমিটার

            ঘ. প্রায় চার হাজার কিলোমিটার

১৯.      স্থানীয় সরকার ব্যবস্থার প্রথম সোপান কোনটি?

            ক. ইউনিয়ন পরিষদ     খ. পৌরসভা

            গ সিটি করপোরেশন     ঘ. উপজেলা পরিষদ

২০.       ক্ষমতা ও গ্রাম সমাজের সামাজিক স্তরায়নের সঙ্গে সম্পর্কযুক্ত আছে সে স্তর—

            i. গ্রামীণ মোড়ল

            ii. পাড়ার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ

            iii. নেতৃত্ব সম্পর্কে সজাগ ও সক্রিয় গ্রাম সদস্য

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii

            গ. ii ও iii          ঘ. i, ii ও iii

২১.       ক্রস কাজিন বিবাহ আমাদের সমাজে পছন্দনীয় কারণ—

            i. জ্ঞাতি বন্ধন আরো সুদৃঢ় হয়

            ii. সম্পত্তির উত্তরাধিকারে জটিলতা কম হয়

            iii. বিবাহের খরচ কম হয়

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii

            গ. ii ও iii          ঘ. i, ii ও iii

২২.       পরিবারে কোন কাজ সন্তানের আবেগীয় চাহিদা মেটায়?

            ক. মনস্তাত্ত্বিক    খ. শিক্ষামূলক

            গ. চিত্তবিনোদন            ঘ. সামাজিকীকরণ

২৩.      কোনো ব্যক্তি তার মৃত ভাইয়ের স্ত্রীকে বিবাহ করলে তাকে কোন বিবাহ বলে?

            ক. লেভিরেট     খ. সরোরেট

            গ. ক্রস কাজিন ঘ. অন্তর্গত

২৪.       বায়ুদূষণের প্রভাবের ফলে—

            i. তাপমাত্রা বৃদ্ধি পায় ii. এসিড বৃষ্টি হয়

            iii. চর্মরোগ, ক্যান্সার, জন্ডিস ইত্যাদি রোগের কারণ হয়

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii

            গ. ii ও iii          ঘ. i, ii ও iii

 

উত্তরমালা : ১.ঘ ২.ঘ ৩.খ ৪.গ ৫.ক ৬.গ ৭.গ ৮.গ ৯.ক ১০.গ ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.ক  ৭.গ ৮.গ ৯.ক ১০.গ ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.ক  ১৫.খ ১৬.ক ১৭.ক ১৮.খ ১৯.ক  ২০.ঘ ২১.গ ২২.ক ২৩.ক ২৪.ঘ

সর্বশেষ খবর