শিরোনাম
শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এসএসসি মডেল টেস্ট ফিন্যান্স ও ব্যাংকিং

মো. হাসানুল কায়সার

এসএসসি মডেল টেস্ট ফিন্যান্স ও ব্যাংকিং

বহু নির্বাচনী প্রশ্ন

 

[সরবরাহকৃত বহু নির্বাচনী অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্ব্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তগুলো থেকে সঠিক উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দিয়ে সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান-১]

 

১।         তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে কী বলা হয়?

            ক. ব্যয় সিদ্ধান্ত       খ. বিনিয়োগ সিদ্ধান্ত

            গ. আয় সিদ্ধান্ত       ঘ. লভ্যাংশ সিদ্ধান্ত

২।         রকারি অর্থায়নে আয়ের উৎস কোনটি?

            ক. সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খ. ট্রেজারি বিল

            গ. সেতু ঘ. সরকারি হাসপাতাল

৩।         নিচের কোনটি স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস?

            ক. প্রদেয় বিল        খ. বাণিজ্যিক পত্র

            গ. ঋণপত্র            ঘ. মজুদ মাল বন্ধকীকরণ

৪।         নিচের কোনটি ঝুঁকিবহুল আয় হিসেবে বিবেচ্য?

            i. ট্রেজারি বন্ড   ii. সাধারণ শেয়ার  iii. ট্রেজারি বিল

            নিচের কোনটি সঠিক?

            ক. i            খ. ii       গ. i ও ii          ঘ. i, ii ও iii

৫।         চক্রবৃদ্ধির সংখ্যা বেশি হলে কী হয়?

            ক. বর্তমান মূল্যের পরিমাণ বেশি হয়

            খ. ভবিষ্যৎ মূল্যের পরিমাণ বেশি হয়

            গ. বর্তমান মূল্যের পরিমাণ অপরিবর্তিত থাকবে

            ঘ. ভবিষ্যৎ মূল্যের পরিমাণ কম হয়

৬।         মূলধন বাজেটিংয়ের পদ্ধতিগুলোকে কত ভাগে ভাগ করা হয়?

            ক. দুই      খ. তিন      গ. চার            ঘ. পাঁচ

৭।         কোন ধরনের ব্যাংক হিসাব গ্রাহককে জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা দেয়?

            ক. সঞ্চয়ী হিসাব     খ. চলতি হিসাব

            গ. স্থায়ী হিসাব       ঘ. ঋণ আমানতি হিসাব

৮।         বাট্টা হার প্রয়োজন হয় কেন?

            ক. ভবিষ্যৎ নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করতে

            খ. নগদ প্রবাহ প্রাক্কলন করতে

            গ. বর্তমান মূল্যকে ভবিষ্যৎ মূল্যে রূপান্তর করতে

            ঘ. প্রকল্পের আয়-ব্যয় নির্ণয় করতে

৯।         মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিচের কোনটি পাওয়া যায়?

            ক. নগদ প্রবাহ        খ. নিট মুনাফা

            গ. নগদ আন্তঃপ্রবাহ  ঘ. অবচয়

            নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

জনাব আবিদ একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। ব্যাংকটি সম্প্রতি অনলাইন ব্যাংকিং সেবা চালু করেছে। কিন্তু অর্থনৈতিক মন্দার কারণে ব্যাংকটিতে তারল্য সংকট দেখা দিয়েছে।

১০।       উদ্দীপকে জনাব আবিদের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক?

            ক. একক ব্যাংক     খ. চেইন ব্যাংক

            গ. শাখা ব্যাংক       ঘ. গ্রুপ ব্যাংক

১১।       ব্যাংকটিতে তারল্য সংকট দেখা দেওয়ার কারণ—

            i. নতুন আমানতের অভাব   ii. মিতব্যয়িতার নীতি অনুসরণ না করা

            iii. প্রদত্ত ঋণ আদায় না হওয়া

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii       খ. i ও iii      গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১২।       বাণিজ্যিক ব্যাংকের তহবিল সংগ্রহের প্রধান উৎস কোনটি?

            ক. সংরক্ষিত তহবিল খ. আমানত

            গ. ধার গ্রহণ          ঘ. পরিশোধিত মূলধন

১৩।       নিচের কোন ব্যাংক হিসাবে প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়?

            ক. চলতি  খ. ডিপোজিট পেনশন স্কিম

            গ. সঞ্চয়ী ঘ. ঋণ আমানত

১৪। শেয়ারবাজারে বিনিয়োগের পূর্বে কোম্পানির কোন বিষয়গুলো বিবেচনা করতে হয়—

            i. নিট সম্পদমূল্য     ii. ইপিএস

            iii. শেয়ারহোল্ডারদের আর্থিক অবস্থা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

১৫।       বাংলাদেশ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?

            ক. ১৬ ডিসেম্বর ১৯৭১          খ. ২৬ মার্চ ১৯৭২

            গ. ১৬ ডিসেম্বর ১৯৭২          ঘ. ৭ মার্চ ১৯৭২

১৬। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলির অন্তর্ভুক্ত?

            ক. নিকাশ ঘর        খ. তহবিল সংরক্ষণ

            গ. বাধ্যতামূলক তহবিল সংরক্ষণ

            ঘ. মুদ্রার ক্রয়ক্ষমতা নিয়ন্ত্রণ

১৭।       স্থায়ী হিসাবে সর্বনিম্ন কত সময়ের জন্য ব্যাংকে টাকা জমা রাখতে হয়?

            ক. ৫ বছর            খ. ২ বছর

            গ. ১ বছর            ঘ. ১ মাস

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মিসেস মুনিরা পৈতৃক সম্পদ বিক্রয় করে বেশ কিছু অর্থ পান। চাকরিজীবী স্বামী মিসেস মুনিরাকে উক্ত টাকা তার অনুরূপ ব্যাংক হিসাবে রাখার পরামর্শ দেন। যেখান থেকে তিনি ইচ্ছামতো টাকা জমা ও উত্তোলন করার পাশাপাশি কিছু লাভও পাবেন। কিন্তু মুনিরা অধিক আয়ের প্রত্যাশায় সবচেয়ে বেশি লাভের হিসাবে উক্ত অর্থ জমা করেন।

১৮।       উদ্দীপকে মিসেস মুনিরার স্বামী কোন ধরনের ব্যাংক হিসাব খুলেছেন?

            ক. সঞ্চয়ী খ. চলতি

            গ. স্থায়ী   ঘ. ডিপোজিট পেনশন স্কিম

১৯। মিসেস মুনিরা তার হিসাব থেকে যেসব সুবিধা পাবেন তা হলো-

            i. জমাকৃত অর্থের বিপরীতে ঋণের সুযোগ

            ii. ঝুঁকিবিহীন অধিক মুনাফা

            iii. অধিকতর ব্যাংকিং সুবিধা লাভ করা

            নিচের কোনটি সঠিক?

            ক. i        খ. ii       গ. i ও ii           ঘ. i, ii ও iii

২০।       ঋণ মূলধন ব্যয়ের পরোক্ষ সুবিধা কোনটি?

            ক. করের পরিমাণ হ্রাস খ. তহবিল বৃদ্ধি

            গ. সুদ হ্রাস            ঘ. মুনাফা বৃদ্ধি

২১। নিচের কোনটিকে ইক্যুইটি ও ঋণের মিশ্রণ বলা হয়?

            ক. ঋণপত্র            খ. বন্ড

            গ. সাধারণ শেয়ার   ঘ. অগ্রাধিকার শেয়ার

২২। কোন ক্ষেত্রে কেবল আসলের ওপর সুদ গণনা করা হয়?

            ক. চক্রবৃদ্ধি সুদ      খ. সরল সুদ

            গ. প্রকৃত সুদ         ঘ. নামিক সুদ

২৩।       নিচের কোনটির মাধ্যমে তহবিল সংগ্রহ করা হলে ব্যবসা বিলুপ্ত না হওয়া পর্যন্ত এর অর্থ পরিশোধের প্রয়োজন হয় না?

            ক. লিজিং             খ. শেয়ার বিক্রয়

            গ. ঋণপত্র            ঘ. বাণিজ্যিক পত্র

 

            উত্তরমালা : ১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. খ ৬. গ ৭. খ ৮. ক ৯. খ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. ঘ ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. ঘ ২২. খ ২৩. খ।

সর্বশেষ খবর