শিরোনাম
শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

প্রাথমিক সমাপনী পরীক্ষা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মেহেরুন্নেসা খাতুন

প্রাথমিক সমাপনী পরীক্ষা

সংক্ষিপ্ত প্রশ্ন

১.         আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত গৌরবময় ঘটনা কোনটি?

            উত্তর : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত গৌরবময় ঘটনা।

২.         ভাষা আন্দোলন হয় কত সালে?

            উত্তর : ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়।

৩.         কত সালে ছয় দফা আন্দোলন হয়?

            উত্তর : ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন হয়।

৪.         এ দেশে গণ-অভ্যুত্থান হয় কত সালে?

            উত্তর : ১৯৬৯ সালে এ দেশে গণ-অভ্যুত্থান হয়।

৫.         কত সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়?

            উত্তর : ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়।

৬.         পাকিস্তানি বাহিনীর নারকীয় গণহত্যা শুরু হয় কখন?

            উত্তর : ১৯৭১ সালের ২৫ মার্চের রাতে পাকিস্তানি বাহিনীর নারকীয় গণহত্যা শুরু হয়?

৭.         মহান মুক্তিযুদ্ধ শুরু হয় কখন?

            উত্তর : ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়।

৮.         পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী কত বছর পূর্ব পাকিস্তানের জনগণকে শাসন ও শোষণ করে?

            উত্তর : ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে শুরু করে ২৩ বছর পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণকে শাসন ও শোষণ করে।

৯.         মুক্তিযুদ্ধে অবিসংবাদিত নেতা ছিলেন কে?

            উত্তর : মহান মুক্তিযুদ্ধে অবিসংবাদিত নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১০.       কার আহ্বানে বাঙালি জাতি স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে?

            উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাঙালি জাতি স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

১১.        মুক্তিযুদ্ধে কারা অংশ নেয়?

            উত্তর : কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যসহ সর্বস্তরের নারী-পুরুষ মুক্তিযুদ্ধে অংশ নেয়।

১২.        আমাদের মুক্তিযুদ্ধ কত মাস হয়?

            উত্তর : আমাদের মুক্তিযুদ্ধ হয় দীর্ঘ ৯ মাস।

১৩.       কখন মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়?

            উত্তর : মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়।

১৪.       মুক্তিবাহিনী কখন গঠন করা হয়?

             উত্তর : ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়।

সর্বশেষ খবর