রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

অষ্টম শ্রেণির বাংলা প্রথম পত্র

মিজানুর রহমান

(পূর্ব প্রকাশের পর)

৩১.       বেড়াতে বের হয়ে লেখক অতিথিকে জিজ্ঞেস করলেন—

            i. আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল

            ii. হাড়গুলো চিবোতে কেমন লাগল

            iii. কাল তোকে খেতে নেমতন্ন করলাম, এলিনে কেন

             নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii খ. i ও iii  

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

৩২.       অতিথির আগমন সবচেয়ে অসন্তুষ্ট ছিল—

            i. চাকর        ii. বামুন ঠাকুর

            iii. মালির মালিনী

            নিচের কোনটি সঠিক?

            ক. i       খ. ii     

            গ. iii     ঘ. ii ও iii

৩৩.       অতিথির নালিশ লেখক অনুধাবন করলেন—

            i. চোখ দুটি ভেজা দেখে    

            ii. ঘেউ ঘেউ শব্দ শুনে

            iii. লেজ নাড়তে দেখে

             নিচের কোনটি সঠিক?

            ক. i       খ. ii      

            গ. iii     ঘ. i ও iii

৩৪.       দওঘরের প্রতি লেখকের বিশ্বাস ছিল—

            i. দেওঘরে আসাটা গতানুগতিক ব্যাপার

            রর. অসুখ সম্পূর্ণ নিরাময় হয় না

            iii. শুধু নিজেকে কর্তব্যমুক্ত করার জন্য

            নিচের কোনটি সঠিক?

            ক. i       খ. ii      

            গ. iii     ঘ. i, ii ও iii

৩৫.       ‘অতিথির স্মৃতি’ গল্পে কুকুরটির দুই দিন অভুক্ত থাকার জন্য দায়ী—

            i. মানুষের হীনস্বার্থ       

            ii. লেখকের স্নেহপরায়ণতা

            iii. মালিনীর প্রতি চাকরদের আনুকূল্য

             নিচের কোনটি সঠিক?

            ক. i       খ. i ও ii   

            গ. i ও iii            ঘ. i, ii ও iii

            নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            ভোরে ঘুম থেকে উঠেই কামাল দেখে তার পোষা ময়নাটি খাঁচায় মরে পড়ে আছে। ময়নাটির শোকে দুই-তিন দিন কামাল নাওয়া-খাওয়া ছেড়েই দিয়েছিল।

৩৬.       ওপরের অনুচ্ছেদ ও ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল সাদৃশ্য কোথায়?

            ক. ইতর প্রাণীর প্রতি ভালোবাসা         

            খ. তুচ্ছ জীব হারানোয়

            গ. ইতর প্রাণীর প্রতি নিষ্ঠুরতা  

            ঘ. মানবেতর জীবকে অবজ্ঞা করায়

৩৭.       ওই ভাবটির সঙ্গে সংগতিপূর্ণ বাক্য—

            i. কী রে, যাবি আমার সঙ্গে?      

            ii. চাকরদেরও দরদ তার তরেই বেশি

            iii. না খেয়ে যাসনে, বুঝলি?

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii খ. i ও iii 

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

উত্তরমালা : ৩১.ক ৩২.গ ৩৩.ক ৩৪.ঘ ৩৫.গ ৩৬.ক ৩৭.খ।

সর্বশেষ খবর