বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

জেনে নিন

শিক্ষা ডেস্ক

১.         সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোন মন্ত্রণালয়ের অধীন?

            উত্তর : ডাক ও টেলিযোগাযোগ।

২.         বুকার পুরস্কারের মূল্য হিসেবে আদিগার কী পরিমাণ অর্থ পান?

            উত্তর : ৫০ হাজার পাউন্ড।

৩.         এভারেস্ট শৃঙ্গের উচ্চতা কত ফুট?

            উত্তর : ২৯ হাজার ৩৫ ফুট।

৪.         পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় মানুষের পদচিহ্ন পড়েছিল কবে?

            উত্তর : ১৯৫৩ সালে।

৫.         শেরপা আপ্পা প্রথম কবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন?

            উত্তর : ১৯৮৯ সালে।

৬.         বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন গঠন করে কবে?

            উত্তর : ১৯৭২ সালে।

৭.         জিম্বাবুয়ের প্রেসিডেন্টের নাম কী?

            উত্তর : এমারসন নানাগাগওয়া।

১.         বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, রেমিট্যান্স আয়কারী দেশের তালিকায় শীর্ষে কোন দেশ?

            উত্তর : ভারত, দ্বিতীয়  চীন

২.         চীন সমপ্রতি কোন দ্বীপপুঞ্জে কংক্রিটের রানওয়ে নির্মাণ শুরু করেছে?

            উত্তর : স্প্রাটলি দ্বীপপুঞ্জে

৩.         নেপালের পঞ্চায়েত ব্যবস্থার অধীনে নির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কী?

            উত্তর :  সূর্য বাহাদুর থাপা

৪.         জাতিসংঘ ও বিশ্বব্যাংক কত সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে?

            উত্তর : ২০৩০ সাল

৫.         ‘আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো।’— বাক্যটিতে কোন দোষ আছে?

            উত্তর : উপমার ভুল প্রয়োগ

৬.         ‘আমার পূর্ব বাংলা’ কবিতার রচয়িতা কে?

            উত্তর : সৈয়দ আলী আহসান

৭.         ‘পঙ্কজ’ শব্দের অর্থ কী?

            উত্তর : পদ্মফুল

৮.         রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত—

            উত্তর : গীতাঞ্জলি

৯.         শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?

            উত্তর :  শ্রীকান্ত

১০.       ‘দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে।’ এই কবিতাংশটি কোন কবিতার অন্তর্গত?

            উত্তর : আমার কৈফিয়ৎ।

১১.        ‘কালের যাত্রা’ নাটকটির রচয়িতা—

            উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর

১২.        বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রাথমিক প্রচেষ্টা কোনটি?

            উত্তর : ফুলমণি ও করুণার বিবরণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর