শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

জেনে নিন

শিক্ষা ডেস্ক

১.         মানুষের ফুসফুসের কার্যকরী একক কোনটি?

            উত্তর : অ্যালভিওলি।

২.         মানুষের ফুসফুসে কত মিলিয়ন অ্যালভিওলি থাকে ?

            উত্তর : প্রায় ৩০০-৪০০ মিলিয়ন

৩.         কথা বলার সময় শব্দ উৎপন্ন হয় কেন?

            উত্তর : ভোকাল কর্ডের কম্পনের ফলে

৪.         শ্বাসনালির দৈর্ঘ্য কত?

            উত্তর : ১০-১৫ সে.মি.

৫.         শ্বাসনালিতে কয়টি বলয়াকার কোমল অস্থি আছে?

            উত্তর : ১৫-২০টি।

৬.         প্রাপ্ত বয়স্কদের প্রতি মিনিটে শ্বাস হার কত?

            উত্তর : ১৪-১৮ বার (গড়ে ১৬ বার)

৭.         ইংলিশ রোগ বলা হয় কোনটিকে?

            উত্তর : ক্রনিক ব্রঙ্কাইটিস।

৮.  ভারতের অর্থনীতির মূল ভিত্তি কী?

     উত্তর : ইলেকট্রনিকস

৯. জাপান কোনটি দ্বারা বেষ্টিত?

    উত্তর : বনভূমি

১০.  মোটরগাড়ি নির্মাণে বিশ্বে প্রথম কোন দেশ?

     উত্তর : যুক্তরাষ্ট্র

১১. এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?

     উত্তর : চীন

১২. আফ্রিকার বৃহত্তম নদীগুলোর মধ্যে রয়েছে।

     উত্তর : কঙ্গো

১৩. এ৩ সংস্থার অন্তর্ভুক্ত কোন দেশ?

     উত্তর : ভেনিজুয়েলা

১৪. ছুরিকাঁচির জন্য জগদ্বিখ্যাত কোন অঞ্চল?

     উত্তর : শেফিল্ড

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর