বুধবার, ১৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

জেনে নিন

শিক্ষা ডেস্ক

১.         বর্তমান বাংলাদেশের উপজেলা/পৌরসভা কয়টি?

            উত্তর : ৪৮৯/৩১৯ 

২.         দেশে তৈরি প্রথম যাত্রীবাহী জাহাজের নাম কী?

            উত্তর : এম ভি বাঙালি।

৩. বর্তমানে দেশে পাট উৎপাদনে শীর্ষ কোন জেলা?

            উত্তর : ফরিদপুর   

৪.         ‘হাজী’ ও ‘দানেশ’ হলো উন্নত জাতের কী?

            উত্তর : মিষ্টি কুমড়া   

৫.         মধ্য এশিয়ায় অবস্থিত সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কী?

            উত্তর :  কাজাকিস্তান

৬.         ‘বসন্তকুমারী’ নাটক রচনা করেছেন কে?

            উত্তর :  মীর মশাররফ হোসেন

৭.         কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কী?

            উত্তর :  ধূমকেতু।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর