বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

মেডিকেল ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

মো. মনিরুজ্জামান

মেডিকেল ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

পূর্ণমান-১০০         সময় : ৬০ মিনিট

(পূর্ব প্রকাশের পর)

৫১.       প্যারাসিটামল কি নামে পরিচিত?

            ক. অ্যাসিট্যানিলাইড

            খ. অ্যাসিটামিনোফ্যান

            গ. অ্যাসিটামাইড     ঘ. সবগুলো

৫২.       মেটামারিজম পাওয়া যায় কোনটিতে?

            ক. বিউটেন           খ. ইথার   

            গ. কিটোন            ঘ. B+C

৫৩.       উন্নত কয়লায় জলীয়ভাগ কত?

            ক. ২-৩%              খ. ৪-৬%   

            গ. ৭-৯%             ঘ. ৩-৫%

৫৪.       কাচের সংকেত—

            ক. SiO2            খ. Na2CO3  

            গ. NaSiO3        ঘ. কোনটিই নয়

৫৫. স্বর্ণের ন্যানো কণার গলনাঙ্ক কত?

            ক. 100°C          খ. 1046°C     

            গ. 300°C          ঘ. 200°C  

৫৬.       কোনটির পরিবর্তনের সঙ্গে ম-এর মান পবিরর্তন হয়?

            ক. তাপমাত্রা          খ. সময়   

            গ. স্থান                ঘ.  সবগুলো

৫৭.       যে গ্রহের ব্যাসার্ধ যত বেশি, মুক্তিবেগ তত—

            ক. কম    খ. বেশি    

            গ. শূন্য                ঘ. কোনটিই নয়

৫৮.       আপেক্ষিকতার সূত্রের আবিষ্কারক—

            ক. অ্যারিস্টটল        খ. আইনস্টাইন  

            গ. গ্যালিলিও         ঘ. নিউটন

৫৯.       বিভবশক্তি কোনটির ওপর নির্ভর করে না?

            ক. g-এর ওপর      খ. উচ্চতার ওপর    

            গ. বেগের ওপর      ঘ. সবগুলো

৬০.       অসংরক্ষণশীল বলের মান নিচের কোনটির ওপর নির্ভর করে?

            ক. পথ    খ. অবস্থান    

            গ. উভয়ই             ঘ. কোনটিই নয়

৬১.        মহাকর্ষীয় বলের মান কণা দুটির ভরের গুণফলের—

            ক. সমানুপাতিক      খ. ব্যস্তানুপাতিক   

            গ. বর্গের সমানুপাতিক          

            ঘ. বর্গের ব্যস্তানুপাতিক

৬২.        1°  = কত রেডিয়ান?

            ক. 57.3 rad     খ. 0.0175 rad 

            গ. 0.573 rad    ঘ. 0.00175 rad

৬৩.       1J= ?

            ক. 103 erg        খ. 105 erg  

            গ. 107 erg         ঘ. 109 erg

৬৪.       কোন সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতাকে বলে—

            ক. সমএনট্রপি        খ. এনট্রপি   

            গ. কার্নো চক্র         ঘ. কোনটিই নয়

৬৫.       এনট্রপির এসআই একক—

            ক. KJ-1     খ. JK   গ. JK-1     ঘ. J2K

৬৬.        প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি—

            ক. শূন্য  খ. বাড়ে  গ. কমে     ঘ. স্থির থাকে

৬৭. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা—

            ক. 273.16k       খ. 273.16°C  

            গ.  273K           ঘ. 100 K

৬৮. নিকেলের কুরী তাপমাত্রা—

            ক. 1043k          খ. 1373k    

            গ. 1043°C    ঘ. 673k

৬৯.        তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ—

            ক. বাড়ে  খ. কমে    

            গ. স্থির থাকে   ঘ. সবগুলো।

৭০. স্বকীয় আবেশ গুণনাঙ্কের একক—

            ক. জুল    খ. হেনরি    

            গ. ওহম               ঘ. ফ্লাস্ক

৭১.       সবচেয়ে দুর্বল  মৌলিক বল—

            ক. মহাকর্ষ বল       খ. তড়িৎ চৌম্বক বল

            গ. সব নিউক্লিয় বল             

ঘ. দুর্বল নিউক্লিয় বল

৭২.       কোন কণার ভর নেই?

            ক. প্রোটন             খ. ইলেকট্রন

            গ. নিউট্রিনো          ঘ. মেসন

৭৩. কোনটি প্রাকৃতিক তেজষ্ক্রিয়তার উদাহরণ নয়?

            ক. u    খ. th    গ. pt    ঘ. Ra

৭৪.       কৃষ্ণবিবর অঞ্চলের সীমাকে কী বলে?

            ক. চন্দ্রশেখর সীমা খ. পালসার

            গ. ঘটনা দিগন্ত         ঘ. নেবুলা

৭৫.       মহাকাশে তারকার বিস্ফোরণকে বলে—

            ক. মেডিনোভা        খ. সুপারনোভা

            গ. বাস্টনোভা          ঘ. ব্ল্যাক নোভা

৭৬.       ‘Vanity Fair’ is written by-

            ক.  Charles dickens   

            খ.  W. Thackeray

            গ.  P.B Shelly 

            ঘ.  Words worth

৭৭.       আমার খুব সর্দি লেগেছে—

            ক.  I have caught a severe cold

            খ.  I have catch a serioius cold

            গ.  I caught a cold 

            ঘ.  I hold  a servere cold

৭৮.       He has strong pen—

            ক. তার লেখার হাত ভালো

            খ. তার কলমটি মজবুত

            গ. তিনি একজন মজবুত কলমধারী

            ঘ. কোনটিই নয়

৭৯. সে অঙ্কে কাঁচা—

            ক.  She is weak in mathematics

            খ.  She is bad in mathematics

            গ.  She is back ward mathematics 

            ঘ.  She is raw in mathematics

৮০. Blockhead means—

            ক. stupid person          

            খ. A quite person

            গ.  Clever        

            ঘ. Dangerous person

৮১. ‘Fall into line’ means—

            ক. Honest         খ. Brave

            গ. Agree           N. Disagree

৮২.       ‘He abides — সব.

            ক. With   খ. in   গ. upon    ঘ. at

৮৩.       He was only a yard—সব.

            ক. off      খ. over    গ. of      ঘ. on

৮৪.  ও নবম mercy — the principal

            ক. of      খ. to      গ. on     ঘ. from

৮৫.       The teacher made the children @ the book.

            ক. reading        খ.  reads  

            গ.  to read         ঘ.  read

৮৬.       He ran away having (take) the money.

            ক. taking          খ. take  

            গ.  taken           N. took

৮৭.       Which one is adjective?

            ক.  Badly          খ. quickly  

            গ.  lonely          ঘ. wholly

৮৮.       Which one is correct?

            ক. mespel         খ. Misspell  

            গ. Mespell        ঘ. Misspel

৮৯.  Can you tell me where___?

            ক. Does Mr. Ali live

            খ. Mr. Ali does live 

            গ. Mr. Ali Lives           

            ঘ. Lives Mr. Ali

৯০.       Now-a-days many villages are lit___ electricity.

            ক. With    খ. By   গ. from   ঘ. on

৯১.  লালবাগ দুর্গ নির্মাণ করেন—

            ক.   শাহ সুজা        খ.  শায়েস্তা খান    

            গ.  মীর জুমলা       ঘ.  ইসলাম খান

৯২.        বাংলার সর্বপ্রাচীন জনপদ—

            ক. পুন্ড্র   খ.  তাম্রলিপ্ত   

            গ.  গৌড়  ঘ.  হরিকেল

৯৩.       মাদার তেরেসার জন্মভূমি—

            ক. আলবেনিয়া       খ. আলজেরিয়া   

            গ.  আজারবাইজান ঘ. ফিলিস্তিন

৯৪. ‘পিং পং’-এর অর্থ—

            ক. ভলিবল           খ. টেবিল টেনিস   

            গ. বাস্কেট বল        ঘ. লন টেনিস

৯৫.       সার্কের  সদর দফতর—

            ক. ঢাকা               খ. নয়াদিল্লি   

            গ. কলম্বো             ঘ. কাঠমান্ডু

৯৬. বাংলাদেশের দীর্ঘতম নদী—

            ক. মেঘনা খ. যমুনা   

            গ. পদ্মা   ঘ. কর্ণফুলী

৯৭. ‘ধীরে বহে মেঘনা’—চলচ্চিত্রটির নির্মাতা—

            ক. আলমগীর কবীর

            খ. খান আতাউর রহমান

            গ. সুভাষ দত্ত         ঘ. কেউ নন

৯৮. ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়—

            ক. ১৯৯৭ সালে      খ. ১৯৯৯ সালে

            গ. ২০০১ সালে      ঘ. ২০০০ সালে

৯৯.        মাত্র একটি সংসদীয় আসন কোন জেলায়?

            ক. লক্ষ্মীপুর           খ. মেহেরপুর

            গ. ঝালকাঠি          ঘ. রাঙামাটি

১০০.     বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ—

            ক. ইন্দোনেশিয়া      খ. মালয়েশিয়া

            গ. মালদ্বীপ            ঘ. পাকিস্তান।

 

উত্তরমালা : ৫১.খ ৫২.ঘ ৫৩.ঘ ৫৪.ঘ ৫৫.গ ৫৬.গ ৫৭.ক ৫৮.খ ৫৯.গ ৬০.ক ৬১.ক ৬২.খ ৬৩.গ ৬৪.খ ৬৫.গ ৬৬.ঘ ৬৭.ক ৬৮.ঘ ৬৯.ক ৭০.খ ৭১.ক ৭২.গ ৭৩.ক ৭৪.গ ৭৫.খ ৭৬.খ ৭৭.ক ৭৮.ক ৭৯.ক ৮০.ক ৮১.গ ৮২.ক ৮৩.ক ৮৪.খ ৮৫.ঘ ৮৬.গ ৮৭.গ ৮৮.খ ৮৯.গ ৯০.ক ৯১.খ ৯২.ক ৯৩.ক ৯৪.খ ৯৫.ঘ ৯৬.ক ৯৭.ক ৯৮.ঘ ৯৯.ঘ ১০০.খ।

সর্বশেষ খবর