শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

পঞ্চম শ্রেণির বাংলা

সুকুমার মণ্ডল

পঞ্চম শ্রেণির বাংলা

(পূর্ব প্রকাশের পর)

 

১০.       প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লেখ : [৭টি থেকে যেকোনো ৫টি]             ১–৫=৫

            ক. লোকটি তাকে অভিশাপ দিলেন।

            খ. লোহার অংশটুকু ছিল চোখা। 

            গ. জলপথে শত্রুরা এ দেশে প্রবেশ করল।

            ঘ. বনের সব প্রাণী তার সামনে এসে দাঁড়াল। 

            ঙ. সৈন্যরা সশস্ত্র ছিল।         

    চ. আমি ছোট মামার বাড়ি যাব।

            ছ. সাকিব একজন ভীরু মানুষ।

 

১১.        কবিতাংশটুকু পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ :২+৫+৩=১০

            আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়,

            হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার।

            সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে,

            মালিশ মাখিছে প্রতি গিঁটে গিঁটে কাত হয়ে বিছানাতে।

            মেসের চাকর হয় লবেজান সেঁক দিতে ভাঙা হাড়ে,

            সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে।

            আমরা তো ভাবি ছ মাসের তরে পঙ্গু সে হলো হায়,

            ফুটবল-টিমে বল লেয়ে কভু দেখিতে পাব না তায়।

            ক. কবিতাংশটি কোন কবিতার অংশ? কবিতাটির কবির নাম কী?           ২ 

            খ. কবিতাংশটুকুর মূল বক্তব্য পাঁচটি বাক্যে লেখ।     ৫  

            গ. তোমার প্রিয় খেলা সম্পর্কে তিনটি বাক্য লেখ।      ৩ 

 

১২.        মনে কর, তুমি বর্ষণ/বর্ষা। তুমি চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। তোমার শ্রেণির রোল নম্বর ১০।

            তুমি চন্দ্রা সাধারণ পাঠাগারের সদস্য হতে ইচ্ছুক। এ পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ কর।     ৫

            পাঠাগার সদস্য ফরম :

            নাম : ...........................................

            বিদ্যালয়ের নাম : .............................

            শ্রেণি : ..........................................

            রোল নম্বর : ...................................

            যে বই গ্রহণে ইচ্ছুক : ........................

            আবেদনকারীর স্বাক্ষর : ........................

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর