রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

জেএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহুনির্বাচনী প্রশ্ন

 

১.   নিচের কোনটি একে অপরের সঙ্গে সম্পর্কিত?

ক. শিক্ষা ও মানুষ 

খ. শিক্ষা ও কর্মসংস্থান          

গ. জনসংখ্যা ও উন্নয়ন               ঘ. জনসংখ্যা ও শিক্ষা

২.   জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কোন বিষয়কে গুরুত্ব দেওয়া প্রয়োজন?

ক. বাল্যবিয়ে নিরোধ ও সচেতনতা সৃষ্টি

খ. সচেতনতা সৃষ্টি ও শিশুমৃত্যু হ্রাস

গ. বাল্যবিয়ে নিরোধ ও মা-শিশুর স্বাস্থ্যসেবা

ঘ. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ

৩.   জনসংখ্যা সমস্যা মনে না করে এর সমাধানে কী করা উচিত?

ক. জনসংখ্যার পুনর্বাসনের ব্যবস্থা করা

খ. খাদ্য উৎপাদন বৃদ্ধি করা

গ. অধিকসংখ্যক লোককে বিদেশে প্রেরণ করা

ঘ. জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা

৪. ইয়াহিয়া খান আলোচনার ভান করে পর্যবেক্ষণ করেন—

ক. ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল

খ. অপারেশন সার্চলাইটের কর্মসূচি

গ. বঙ্গবন্ধুর গতিবিধি

ঘ. পূর্ব পাকিস্তানিদের গতিবিধি

৫.   অপারেশন জ্যাকপট পরিচালনা করেন—

ক. জিয়া বাহিনী     খ. নৌ কমান্ডো          গ. মুজিব বাহিনী     ঘ. ক্রাক প্লাটুন

৬.   ১৯৭১ সালে অসহযোগ আন্দোলন আরও গতিশীল হয়—

i. ছাত্র সংগ্রাম পরিষদ গঠনে

ii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে

iii. নিয়মিত মিছিল-মিটিংয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. ii ও iii

গ. i ও iii    ঘ. i, ii ও iii

৭.গ্রিনহাউস গ্যাসের অপর নাম কী?

ক. তাপ বৃদ্ধিকারক গ্যাস        

খ. তাপ হ্রাসকারক গ্যাস

গ. প্রাকৃতিক গ্যাস              

ঘ. তাপ নিরাময়ক গ্যাস

৮. বৈশ্বিক উষ্ণায়নের ফলে কীসের পরিবর্তন ঘটে?

ক. জলবায়ুর   খ. মানুষের আচরণের             গ. নদ-নদীর   ঘ. প্রকৃতির

উত্তর : ১. গ ২. ক ৩. ঘ ৪. খ ৫. খ ৬. ক ৭. ক ৮. ক।

সর্বশেষ খবর