সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
এইচএসসি পরীক্ষা প্রস্তুতি

জীববিজ্ঞান প্রথম পত্র

জিল্লুর রহমান, প্রভাষক

জীববিজ্ঞান প্রথম পত্র

দশম অধ্যায় : উদ্ভিদ প্রজনন

১. গোলমরিচ, পানি মরিচ ইত্যাদি কোন ধরনের ডিম্বকের প্রকারভেদ?

ক. অধোমুখী        খ. ঊর্ধ্বমুখী

গ. বক্রমুখী          ঘ. পার্শ্বমুখী

 

২. বেশির ভাগ দ্বিবীজপত্রী উদ্ভিদে কোন ধরনের ডিম্বক দেখা যায়?

ক. অধোমুখী        খ. ঊর্ধ্বমুখী

গ. বক্রমুখী          ঘ. পার্শ্বমুখী

 

৩. শিম, রেড়ি, ছোলা ইত্যাদি কোন ধরনের ডিম্বকের প্রকারভেদ?

ক. অধোমুখী        খ. ঊর্ধ্বমুখী

গ. বক্রমুখী          ঘ. পার্শ্বমুখী

 

৪. ক্ষুদিপানা কোন ধরনের ডিম্বকের প্রকারভেদ?

ক. অধোমুখী         খ. ঊর্ধ্বমুখী

গ. বক্রমুখী          ঘ. পার্শ্বমুখী

 

৫. সরিষাতে কোন ধরনের ডিম্বক দেখা যায়?

ক. অধোমুখী        খ. ঊর্ধ্বমুখী

গ. বক্রমুখী          ঘ. পার্শ্বমুখী

 

৬. মনোস্পোরিক ভ্রূণথলি গঠনের শতকরা হার কত?

ক. ৬৫%          খ. ৭৫%

গ. ৮৫%          ঘ. ৯৫%

 

৭. কোনটি মূলের মাধ্যমে বংশবৃদ্ধি করে?

ক. আল          খ. মিষ্টি আলু

গ. আদা          ঘ. পেঁয়াজ

 

৮. মনোস্পোরিক প্রক্রিয়াটি কী হিসেবে পরিচিত?

ক. Monogynum   খ. Digonum

গ. Hydrogenium  ঘ. Polygonum

 

৯. পুংগ্যামেটোফাইট গঠিত হয়—

i. পরাগরেণু          ii. পরাগায়ণ

iii. পুংগ্যামেট

 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii

 

১০. কোনটি সম্পূর্ণ ফুল?

ক. কুমড়া         খ. লাউ

গ. ধুতুরা          ঘ. মটর

 

নিচের চিত্রটি লক্ষ্য করো এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

 

১১. ‘P’ চিত্রটি কোন ধরনের ভ্রূণথলি?

ক. মনোস্পোরিক          খ. বাইস্পোরিক

গ. টেট্রাস্পোরিক          ঘ. পলিস্পোরিক

 

১২. উদ্দীপকের ‘Q’ অংশে পুংগ্যামেট মিলিত হয়ে যা হলো—

i. সিনগ্যামি         ii. এন্ডোস্পার্ম

iii. ত্রিমিলন

 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii          খ. i ও iii     

গ. ii ও iii        ঘ. i, ii ও iii

 

১৩. ইমাস্কুলেশনের কারণ কী?

ক. উচ্চ ফলনশীলজাত সৃষ্টি

খ. পরাগরেণুর সংখ্যা কমানো

গ. অভিযোজন ক্ষমতা বৃদ্ধি

ঘ. স্ব-পরাগায়ণ রোধ

 

১৪. নিষেকের পর কোনটি নষ্ট হয়ে যায়?

ক. গর্ভাশয় প্রাচীর  খ. ইন্টাইন 

গ. হাইলাম          ঘ. অ্যান্টিপোডাল

 

১৫. কোন ধরনের ডিম্বকে ডিম্বকনাড়ি, ডিম্বকমূল ও ডিম্বকরন্ধ্র সরলরেখায় অবস্থান করে?

ক. Campylotropous   

খ. Amphitropous

গ. Anatropous         

ঘ. Orthotropous

 

১৬. চিত্রের A চিহ্নিত অংশটি সাহায্য করে—

ক. বীজ তৈরিতে      খ. প্রতিপাদ কোষ তৈরিতে

গ. সশ্য তৈরিতে      ঘ. সহকারী কোষ তৈরিতে

 

১৭. সংকরায়ন প্রক্রিয়ায় পরাগরেণুর মিলন ঘটানোর প্রক্রিয়াকে কী বলে?

ক. ইমাস্কুলেশন   খ. ব্যাগিং

গ. ক্রসিং          ঘ. ল্যাবেলিং

 

১৮. দ্বিনিষেকের ফলে কী তৈরি হয়?

ক. গৌণ নিউক্লিয়াস         খ. ভ্রূণ

গ. সশ্য                      ঘ. ডিম্বাণু

 

১৯. চিত্রে প্রদর্শিত অঙ্গজ প্রজনন দেখা যায় কোনটিতে?

ক. পাথরকুচি       খ. শতমূলী

গ. ডালিয়া          ঘ. আনারস

 

২০. কোনটির মাধ্যমে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়?

ক. বুলবিল          খ. মুকুলোদগম

গ. দাবা কলম       ঘ. সংকরায়ন

 

উদ্দীপকটি পড়ে  ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

গ একটি বিশেষ জনন পদ্ধতি, যাতে নিষেক ছাড়াই ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়। ঘ অপর একটি জনন, যার দেহাংশের মাধ্যমে কাঙ্খিত  জাত তৈরি করা যায়।

২১. গ কোন ধরনের জনন?

ক. যৌন              খ. অ্যাপোগামী

গ. অপুংজনি          ঘ. অ্যাপোস্পোরি

 

২২. ঘ-এর কাঙ্খিত জাত তৈরির পদ্ধতিকে কী বলে?

ক. শাখা কলম         খ. দাবা কলম

গ. গুটি কলম          ঘ. জোড় কলম

 

২৩. মূল দ্বারা জননকাজ সম্পন্ন করে—

i. ডালিয়া          ii. পাথরকুচি

iii. পটোল

 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii          খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii

 

২৪. ফসল উদ্ভিদের সংকরায়নের উদ্দেশ্য হলো—

i. অধিক ফলন

ii. গুণগত মান সংরক্ষ

iii. রোগ প্রতিরোধী জাত সৃষ্টি

 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii          খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii

 

২৫. উদ্দীপকের প্রক্রিয়ার সঠিক ক্রম  কোনটি?

ক. স্বপরাগায়ণ ইমাস্কুলেশন ক্রসিং ব্যাগিং

খ. ক্রসিং স্বপরাগায়ণ ইমাস্কুলেশন ব্যাগিং

গ. স্বপরাগায়ণ ইমাস্কুলেশন ব্যাগিং ক্রসিং

ঘ. ক্রসিং স্বপরাগায়ণ ব্যাগিং ইমাস্কুলেশন

 

উত্তরমালা : ১. খ ২. ক ৩. ক ৪. ঘ ৫. গ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. ক ১২. গ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. ঘ ২১. ঘ ২২. ঘ ২৩. খ ২৪. ঘ ২৫. গ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর