শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নবম ও দশম শ্রেণির জীববিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, প্রভাষক

নবম ও দশম শ্রেণির জীববিজ্ঞান

দ্বিতীয় অধ্যায় : জীবকোষ ও টিস্যু

বহুনির্বাচনী অভীক্ষা

 

১. আদি প্রকৃতির কোষে কোনটি থাকে?

(ক) মাইটোকন্ড্রিয়া

(খ) রাইবোসোম

(গ) লাইসোসোম

(ঘ) প্লাস্টিড

২. কোনটির মাধ্যমে পাশাপাশি কোষগুলো যোগাযোগ রক্ষা করে?

(ক) প্লাজমোডেজমাটা

(খ) কূপ

(গ) গৌণপ্রাচীর

(ঘ) নিউক্লিয়াস

উপরের চিত্রটির আলোকে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :

৩. উপরের চিত্রটির কাজ কোনটি?

(ক) খাদ্য তৈরি করা

(খ) খাদ্য সঞ্চয় করা

(গ) খাদ্য থেকে শক্তি উৎপাদন করা

(ঘ) রেচন সম্পন্ন করা

৪. উপরের চিত্রটির অঙ্গানুটির বৈশিষ্ট্য হলো-

i. গ্রানাম উপস্থিত

ii. ল্যামেলী উপস্থিত

iii. ক্রিস্টি অনুপস্থিত

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii    (খ) i ও iii

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

৫. নিম্নের কোনটি খাদ্য সঞ্চয়কারী অঙ্গানু?

(ক) ক্লোরোপ্লাস্ট  (খ) ক্রোমোপ্লাস্ট (গ) লিউকোপ্লাস্ট (ঘ) প্রোটোপ্লাস্ট

নিচের চিত্রগুলো লক্ষ্য করে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :

৬. চিত্রের অঙ্গানুর নাম কী?

(ক) সেন্ট্রোসোম (খ) রাইবোসোম (গ) লাইসোসোম (ঘ) গলজি বডি

৭. উক্ত অঙ্গানুর কাজ-

i. স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করা

ii. অ্যাস্টার রে উৎপাদন করা

iii. ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii    (খ) i ও iii

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

নিচের চিত্রগুলো লক্ষ্য করে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :

৮. চিত্র : A-এর ‘R’ চিহ্নিত অংশে কোনটি ঘটে?

(ক) সূর্যালোক আবদ্ধ হয়

(খ) উৎসেচক তৈরি হয়

(গ) রঞ্জক পদার্থ সংশ্লেষিত হয় (ঘ) খাদ্য সঞ্চিত হয়

৯. চিত্র : A এবং B-এ প্রদর্শিত অঙ্গানুগুলো জীবের জন্য গুরুত্বপূর্ণ কারণ

i. দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে

ii. খাদ্য পরিবহন করে

iii. খাদ্য উৎপাদনে অংশ নেয়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii    (খ) i ও iii

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

১০. কোষে উৎপাদিত পদার্থসমূহের প্রবাহপথ হিসেবে কোনটি ব্যবহৃত হয়?

(ক) রাইবোসোম

(খ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (গ) লাইসোসোম

(ঘ) গলজি বস্তু

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :

১১. চিত্রের অঙ্গানুটির নাম কী?

(ক) লাইসোসোম

(খ) রাইবোসোম

(গ) প্লাস্টিড

(ঘ) মাইটোকন্ড্রিয়া

১২. চিত্রের অঙ্গানুটির উৎসেচক-

i. জীবাণু দ্বারা হজম করে

ii. পর্দা দ্বারা আলাদা থাকে

iii. প্রোটিন সংশ্লেষণ করে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii     (খ) i ও iii

(গ) ii ও iii    (ঘ) i, ii ও iii

১৩. জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরীযুক্ত প্যারেনকাইমাকে বলে-

(ক) মেসোফিল

(খ) ক্লোরেনকাইমা

(গ) এ্যারেনকাইমা

(ঘ) কোলেনকাইমা

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :

১৪. উদ্দীপকের টিস্যুর বৈশিষ্ট্য হলো-

(ক) গাছের সব অংশে পাওয়া যায়

(খ) কোষের প্রান্তগুলো চতুর্ভুজাকার

(গ) কোষগুলোর প্রাচীর শক্ত

(ঘ) কোষগুলো মৃত

১৫. চিত্রটির টিস্যুটি একটি উদ্ভিদে কী করে?

i. খাদ্য সঞ্চয় করে

ii. যান্ত্রিক কাজে সহায়তা করে

iii. পরিবহনে অংশ নেয়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii    (খ) ii ও iii

(গ) i ও iii    (ঘ) i, ii ও iii

১৬. কোনটিকে স্টোন সেল বলা হয়?

(ক) বাস্ট ফাইবার

(খ) সার্ফেস ফাইবার

(গ) স্কে¬রাইড

(ঘ) কাষ্ঠ তন্তু

নিচের চিত্রগুলো লক্ষ্য কর এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :

১৭. উদ্দীপকের B চিত্রটির নাম কী?

(ক) ভেসেল

(খ) ট্রাকিড

(গ) জাইলেম তন্ত

(ঘ) ফ্লোয়েম

১৮. উদ্দীপকের A, B, C চিত্রের কোষগুলো-

i. উদ্ভিদের পরিবহন টিস্যু জাইলেমের উপাদান

ii. পানি ও খনিজ লবণ মাটি থেকে পাতায় পরিবহন করে

iii. কার্বনডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii  (খ) ii ও iii

(গ) i ও iii (ঘ) i, ii ও iii

১৯. বৃক্ষের বোম্যান্স ক্যাপসুলে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়?

(ক) সাধারণ (খ) স্ট্র্যাটিফাইড

(গ) সিউডো-স্ট্র্যাটিফাইড

(ঘ) সিলিয়াযুক্ত

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :

২০. চিত্রের পেশিটি হলো-

(ক) কার্ডিয়াক

(খ) ঐচ্ছিক

(গ) অনৈচ্ছিক

(ঘ) সমান্তরাল

২১. উদ্দীপকের পেশিটির বৈশিষ্ট্য হলো-

i. এটি প্রাণীর ইচ্ছানুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়

ii. এতে কোনো নিউক্লিয়াস থাকে না

iii. একে কঙ্কাল পেশিও বলা হয়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii    (খ) i ও iii

(গ) ii ও iii  (ঘ) i, ii ও iii

নিচের চিত্র থেকে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :

২২. উপরের নিদের্শিত পেশির বৈশিষ্ট্য কোনটি?

(ক) নিউক্লিয়াস অনুপস্থিত

(খ) ইন্টারক্যালাটেড ডিস্ক

(গ) ঐচ্ছিক পেশি দ্বারা গঠিত

(ঘ) অস্থিতন্দ্রে সংলগ্ন থাকে

২৩. কাজের দিক থেকে হৃদপেশি ও অনৈচ্ছিক পেশি সাদৃশ্যপূর্ণ। এর কারণ হতে পারে-

i. দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়

ii. উভয়ের কার্যাবলি প্রাণীর ইচ্ছাধীন নয়

iii. এরা আড়াআড়ি ডোরাযুক্ত হয়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) ii ও iii

(গ) i ও iii (ঘ) i, ii ও iii

২৪. অ্যালভিওলাস কোন তন্ত্রের অংশ?

(ক) রক্ত সংবহনতন্ত্র

(খ) ত্বকতন্ত্র

(গ) শ্বসনতন্ত্র

(ঘ) রেচনতন্ত্র

২৫. হরমোন এক স্থান থেকে অন্য স্থানে কীসের মাধ্যমে পরিবাহিত হয়?

(ক) রক্ত    (খ) স্নায়ু

(গ) মেরুদন্ড (ঘ) হাড়

 

উত্তরমালা : ১. খ ২. ক ৩. ক ৪. ঘ ৫. গ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. খ ১০. খ ১১. ক ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. খ ২১. খ ২২. খ ২৩. ক ২৪. গ ২৫. ক

 

সর্বশেষ খবর