শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
অষ্টম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মো. জিল্লুর রহমান, সিনিয়র শিক্ষক

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

 

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩

 

১. কোন আমলে বাংলা গদ্যের সূচনা হয়?

ক. পাল আমলে

খ. সেন আমলে

গ. মোগল আমলে

ঘ. ইংরেজ আমলে

২. কোন যুগে তালপাতার পুঁথিতে দেশীয় রং দিয়ে ছবি আঁকা হতো?

ক. মোগল যুগে খ. সেন যুগে

গ. পাল যুগে ঘ. আদিম যুগে

৩। প্রাচীন বাংলার কোন কাপড়ের বেশ খ্যাতি ছিল?

ক. দুকূল     খ. চৌতা

গ. পত্রোর্ণ    ঘ. কার্পাস

৪. বাংলার বিখ্যাত কোন কাপড়টি নিয়ে বহু কিংবদন্তির সৃষ্টি হয়েছিল?

ক. ক্ষৌম     খ. দুকূল

গ. মসলিন   ঘ. উতানি

৫. কোন আমলে বাংলার স্থাপত্যশিল্পে ইরানি তুরানি প্রভাব পড়তে শুরু করে?

ক. মোগল আমলে

খ. পাল আমলে

গ. সেন আমলে

ঘ. সুলতানি আমলে

৬. বাঙালির প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায়, তা কী নামে পরিচিত?

ক. লোকসাহিত্য খ. চর্যাপদ

গ. পুঁথি সাহিত্য ঘ. পদ্মাবতী

৭. আদি বাংলা সাহিত্যের নমুনা কোনটি?

ক. চর্যাপদ    খ. শ্রীকৃষ্ণ কীর্তন

গ. গীতাঞ্জলি  ঘ. পুঁথি সাহিত্য

৮. কোন সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল?

ক. বৌদ্ধ সমাজে

খ. মুসলমান সমাজে

গ. হিন্দু সমাজে

ঘ. শহুরে সমাজে

৯. লোকগানের সম্রাট বলা হয় কাকে?

ক. আবদুল আলীম

খ. ফকির লালন শাহ

গ. শাহ আবদুল করিম

ঘ. আব্বাসউদ্দিন আহমদ

১০. বাঙালি মুসলিম সমাজে কে নৃত্যচর্চার দ্বার উন্মোচন করেছিলেন?

ক. লালন শাহ  

খ. আব্বাসউদ্দিন

গ. বুলবুল চৌধুরী

ঘ. লায়লা খান

১১. কে চর্যাপদের কাল নির্ণয় করেন?

ক. দীনেশ চন্দ্র সেন

খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

গ. এনামুল হক

ঘ. হরপ্রসাদ শাস্ত্রী

১২. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে কত হাজার বছর আগে বৌদ্ধ সাধকেরা চর্যাপদ লিখেছেন?

ক. প্রায় এক হাজার

খ. প্রায় দুই হাজার

গ. প্রায় দেড় হাজার

ঘ. প্রায় তিন হাজার

১৩. কান্তজির মন্দির কোথায় অবস্থিত?

ক. দিনাজপুরে  খ. বগুড়ায়

গ. কুমিল্লায়     ঘ. খুলনায়

১৪. সোমপুর বিহার কোথায় অবস্থিত?

ক. দিনাজপুরে খ. পাহাড়পুরে

গ. কুষ্টিয়ায়    ঘ. ঢাকায়

১৫. নিচের কোনটি আলাওল রচিত গ্রন্থ?

ক.পদ্মাবতী         

খ. জঙ্গনামা

গ. ইউসুফ-জোলেখা

ঘ. লায়লি-মজনু

১৬. বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কোন শতকে?

ক. সতেরো শতকে

খ. আঠারো শতকে

গ. বিশ শতকে

ঘ. উনিশ শতকে

১৭. চর্যাপদ প্রথম কে আবিষ্কার করেন?

ক. হরপ্রসাদ শাস্ত্রী

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

১৮. বাংলার কোন শিল্পের সুনাম বহুকালের?

ক. কারুশিল্প   খ. তাঁতশিল্প

গ. শঙ্খশিল্প    ঘ. কাঁসাশিল্প

১৯. চিত্রকলায় পথিকৃত্ বলা হয় কাকে?

ক. জয়নুল আবেদিন

খ. এস এম সুলতান

গ. কামরুল হাসান

ঘ. সফিউদ্দিন আহমেদ

২০. কীর্তন গান কোন সমাজে গাওয়া হয়?

ক. হিন্দু সমাজে

খ. মুসলিম সমাজে

গ. হিন্দু ও মুসলিম সমাজে

ঘ. খ্রিষ্টান সমাজে

২১. লোকগানের যুবরাজ বলা হয় কাকে?

ক. আবদুল আলীম

খ. শাহ আবদুল করিম

গ. লালন শাহ

ঘ. আব্বাসউদ্দিন আহমদ

 

উত্তরমালা : ১. ঘ ২. গ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. গ ১১. খ ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. খ ১৯. ক ২০. ক ২১. ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর