মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সাধারণ জ্ঞান

মো. আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক

১. দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা : ২.৬ ডিগ্রী, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২. ৩. বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম কি? ড. বেনজীর আহমেদ ৪. বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি? : জ্যাকব টাওয়ার, এর উচ্চতা ২২৫ ফুট, এটি ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত ৫. বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত? : ফেনীর মহিপালে ৬. বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কি? : South Sdanese Pound (SSP) ৭. বর্তমানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত প্রচলিত মুদ্রার সংখ্যা : ১৮০টি ৮. বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজ, এটি চীনের তৈরি। তার নাম কি?:  AG600 9. SpaceX এর প্রতিষ্ঠাতার নাম কি? : এলন মাস্ক ১০. ২০১৮ বিশ্ব ধর্ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? : বিহার ১১. বাংলাদেশে কোন তারিখে প্রথম মুদ্রার প্রচলন হয়?

: ৪ মার্চ, ১৯৭২ ১২. বাংলাদেশের Smart Card কোন দেশে তৈরি হয়? : ফ্রান্স ১৩. বিশ্বের প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল : মিসরের আলেকজান্দ্রিয়াতে ১৪. পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি এবং বাংলাদেশের অবস্থান কত? : ফিনল্যান্ড (বাংলাদেশ-১১৫) ১৪. স্টিফেন হকিন্স কত বছর বয়সে ‘মটর নিউরন’ রোগে আক্রান্ত হন? : ২১ বছর ১৫. সম্প্রতি আলোচিত ‘তুমব্রু’ সীমান্তবর্তী অঞ্চলটি কোথায় অবস্থিত? : বান্দরবানের, নাইক্ষ্যংছড়ি

১৬. সিডিপির তথ্যানুসারে ২০১৭ সালের অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে বাংলাদেশ কত পয়েন্ট পেয়েছে? : ২৪.৯ পয়েন্ট ১৭. দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের নির্বাচিত নতুন পরিচালকের নাম কি? : মিনহাজ মান্নান ১৮. জাতিসংঘের সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি মিলবে কত সালে? : ২০২৪

১৯. সম্প্রতি দেশে প্রথমবারের মত চালু হওয়া ‘বাংলাদেশের পেপাল সেবা ‘ হিসেবে পরিচিত ব্যাংকের বাইরে ব্যাংকের অর্থ লেনদেন ব্যবস্থার নাম কি? : আইপে।

২০. স্টিফেন হকিন্স কত বছর বয়সে ‘মটর নিউরন’ রোগে আক্রান্ত হন? : ২১ বছর ২১. সম্প্রতি দেশে প্রথমবারের মতো চালু হওয়া ‘বাংলাদেশের পেপাল সেবা ‘হিসেবে পরিচিত ব্যাংকের বাইরে ব্যাংকের অর্থ লেনদেন ব্যবস্থার নাম কি? : আইপে ২২. বিশ্বের প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল : মিসরের আলেকজান্দ্রিয়াতে

২৩. ২০১৮ বিশ্ব ধর্ম   সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? : বিহার ২৪. প্রস্তাবিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হবে? : নেত্রকোনায়

২৫. বিশ্বে ইন্টারনেট সূচকে বাংলাদেশের অবস্থান কততম? : ৬২তম ২৬. কোন দেশটি বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক মালবাহী জাহাজ চালু করেছে? : চীন

২৭. কোন দেশ ১০ম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সামিট (এসএইএস-০১৭) আয়োজন করছে? : নেপাল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর