শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান

সুকুমার মন্ডল, সহকারী শিক্ষক

১।         প্রতিষ্ঠানের অর্থ দ্বারা অন্য কোম্পানির শেয়ার ক্রয় করলে কোন হিসাবটি ডেবিট হবে?

            ক) ক্রয় হিসাব  খ) শেয়ার হিসাব

            গ) বিনিয়োগ হিসাব       ঘ) উত্তোলন হিসাব

২।        বিক্রীত পণ্য ফেরত এলে কোনটি ডেবিট হবে?

            ক) দেনাদার হিসাব        খ) বিক্রয় হিসাব

            গ) বহিঃফেরত হিসাব     ঘ) আন্তঃফেরত হিসাব

 নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

জনাব সৌমিক ব্যবসায়ে মূলধন আনলেন ৫০,০০০ টাকা, মমিনের কাছ থেকে ক্রয় করলেন ১৫,০০০ টাকা, বাড়িভাড়া প্রদত্ত হলো ৮,০০০ টাকা এবং ৫,০০০ টাকা জমা দিয়ে ব্যাংকে হিসাব খোলা হলো।

৩।        জনাব সৌমিকের নগদান হিসাবের উদ্বৃত্তের পরিমাণ কত?

            ক) ৩৭,০০০ টাকা         খ) ৩০,০০০ টাকা

            গ) ২২,০০০ টাকা         ঘ) ২০,০০০ টাকা

৪।        জনাব সৌমিকের হিসাবের বইতে যে হিসাবগুলো হবে-

            i. মূলধন হিসাব, নগদান হিসাব

            ii. ক্রয় হিসাব, ভাড়া হিসাব     

            iii. ব্যাংক হিসাব, পাওনাদার হিসাব

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii      খ) i ও iii     গ) ii ও iii      ঘ) i, ii ও iii

৫।        অব্যবহৃত মনিহারি একটি-

            ক) আয়            খ) সম্পদ        গ) ব্যয়            ঘ) দায়

৬।       মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলে কোন হিসাব ক্রেডিট হবে?

            ক) উত্তোলন হিসাব        খ) ক্রয় হিসাব

            গ) মূলধন হিসাব            ঘ) পাওনাদার হিসাব

৭।        সম্পদ সাধারণত কোন উদ্বৃত্ত প্রকাশ করে?

            ক) ডেবিট   খ) ক্রেডিট   গ) উভয়ই   ঘ) কোনোটিই নয়

(চলবে)

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর