রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সাধারণ জ্ঞান

* বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থাপতি কে? উ. মি. লুই আই ক্যান (যুক্তরাষ্ট্র) * বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন কে? উ. আব্দুল * বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের প্রতীক কী? উ. শাপলা ফুল * আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে গানটির রচয়িতা কে? উ. আব্দুল গাফফার চৌধুরী। * আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে গানটির গীতিকার কে? উ. আলতাফ মাহমুদ * বাংলাদেশের জাতীয় দিবস কবে? উ. ২৬ শে মার্চ * বাংলাদেশে জাতীয় উৎসবের নাম কী? উ. বাংলা নববর্ষ * বাংলাদেশের জাতীয় কবি কে? উ. কাজী নজরুল ইসলাম * বাংলাদেশের সংবিধানিক নাম কি? উ. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ * বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? উ. আমগাছ * বাংলাদেশের জাতীয় বনের নাম কী? উ. সুন্দরবন * বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কী? উ. বায়তুল মোকাররম। * বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কী? উ. সোহরাওয়ার্দী উদ্যান * বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারের নাম কী? উ. ঢাকা গ্রন্থাগার (গুলিস্তান) * বাংলাদেশের জাতীয় যাদুঘরের নাম কি? উ. ঢাকা জাতীয় যাদুঘর (শাহবাগ) * বাংলাদেশের কালো রাত দিবস কবে? উ. ২৫ শে মার্চ  * ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? উ. বুড়িগঙ্গা * নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? উ. শীতলক্ষ্যা * পাবনা কোন নদীর তীরে অবস্থিত? উ. ইছামতি * কুমিল্লা কোন নদীর তীরে অবস্থিত? উ. গোমতি * কোন নদী যমুনা নদীর শাখা নদী? উ. ধলেশ্বরী * বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? উ. সুরমা * বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? উ. ব্রক্ষপুত্র * সুরমা নদীর দৈর্ঘ্য কত কি. মি? উ.৩৯৯ কি.মি * বাংলাদেশে দ্বিতীয় দীর্ঘতম বৃহত্তম নদী? উ. পদ্মা * পদ্মা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? উ. হিমালয় পর্বত থেকে * বাংলাদেশের কোন দুইটি নদীকে নদ বলা হয়? উ. ১. ব্রহ্মপুত্র, ২. কপোতাক্ষ * যমুনা নদী কোথায় পতিত হয়েছে উ. পদ্মা * কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? উ. মিজোরাম রাজ্যে * মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া * বাংলাদেশের গভীরতম নদী কোনটি? উ. মেঘনা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর