মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

এসএসসি পড়াশোনা বাংলা প্রথমপত্র

মেহেরুন্নেসা খাতুন : সিনিয়র শিক্ষিকা

এসএসসি পড়াশোনা বাংলা প্রথমপত্র

১. ‘সুভা’ অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত কেন?

ক. প্রতিবন্ধিতা ঘোচানোর জন্য           

খ. মা-বাবাকে সন্তুষ্ট করার জন্য         

গ. প্রতাপকে আশ্চর্যান্বিত করা জন্য      

ঘ. জলকুমারী হওয়ার জন্য

২. গন্ডদেশ শব্দের অর্থ-

ক. গলা   খ. গাল   গ. হাত     ঘ. ঘাড়

৩. কোন সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত?

ক. সাহিত্যচর্চা লাইব্রেরি ছাড়া চলে না                           খ. লাইব্রেরি হচ্ছে এক রকম মনের হাসপাতাল

গ. পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়                                 ঘ. ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়

৪. লেখক গঙ্গাস্নানের সমতুল্য বিবেচনা করেছেন কোনটিকে?

ক. লাইব্রেরি প্রতিষ্ঠাকে

খ. সাহিত্যচর্চাকে                     

গ. হাসপাতাল প্রতিষ্ঠাকে         

ঘ. উচ্চশিক্ষা গ্রহণ করাকে

৫. উপেক্ষিত শক্তির উদ্বোধন না হওয়ার কারণ-

i. ভদ্র সম্প্রদায়ের অত্যাচার     

ii. ছোটলোক বলে অবহেলা    

iii. মহাত্মা গান্ধীর মৃত্যু

নিচের কোনটি সঠিক?

ক. i, ii           খ. i, iii

গ. ii, iii          ঘ. i, ii ও iii

৬. ‘যুগবাণী’ কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

ক. প্রবন্ধগ্রন্থ      খ. কাব্যগ্রন্থ     

গ. উপন্যাস        ঘ. শিশুতোষ গ্রন্থ

৭. মানুষ অনুভূতির জগতে ফতুর হয়ে পড়ে কেন?

ক. শিক্ষার অভাবে                   

খ. লোভের কারণে                  

গ. বিশৃঙ্খল সমাজব্যবস্থার কারণে        

ঘ. অন্ন-বস্ত্রের চিন্তায়

৮. মুক্তির জন্য প্রয়োজন-

i. চিন্তার স্বাধীনতা           ii. বুদ্ধির স্বাধীনতা                   

iii. আত্মপ্রকাশের স্বাধীনতা

নিচের কোনটি সঠিক?

ক. i, ii           খ. i, iii

গ. ii, iii          ঘ. i, ii ও iii

৯. আবদুর রহমানের উচ্চতা কত ছিল?

ক. ছয় ফুট চার ইঞ্চি   

খ. ছয় ফুট দুই ইঞ্চি     

গ. ছয় ফুট তিন ইঞ্চি   

ঘ. ছয় ফুট পাঁচ ইঞ্চি

১০. ‘পানশির’ কোথায় অবস্থিত?

ক. দক্ষিণ-আফগানিস্তান          

খ. পূর্ব-আফগানিস্তান  

গ. উত্তর-আফগানিস্তান            

ঘ. পশ্চিম-আফগানিস্তান

১১. ‘মারের অধিকার একজনের আঠারো আনা আছে।’ এখানো কার কথা বলা হয়েছে?

ক. ছোট কর্তার  খ. মমতাদির  

গ. মমতাদীর স্বামীর   ঘ. মায়ের

১২. ‘অতসী মামী’ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

ক. বিচিত্রায়        খ. সবুজপত্রে    

গ. শিখা                                ঘ. লাঙল

১৩. বাংকার খোঁড়ার কাজে তদারকি করেছে কে?

ক. আহাদ মুন্সী খ. মতিউর      

গ. ফজু মিয়া     ঘ. কুদ্দুস

১৪. বুধা ৭ই মার্চের ভাষণ শুনেছে কোথায়?

ক. আলির চায়ের দোকানে      

খ. কানু দয়ালের বাড়িতে        

গ. হাবিব ভাইদের বাড়িতে     

ঘ. আহাদ মুন্সির বাড়িতে

১৫. বহিপীরের বাড়ি কোথায়?

ক. সিলেটে          খ. সুনামগঞ্জে   

গ. কিশোরগঞ্জে                ঘ. নোয়াখালীতে

১৬. তাহেরাকে কোন ঘাট থেকে বজরায় তোলা হয়েছিল?

ক. ডেমরাঘাট    খ. সদরঘাট     

গ. মাওয়াঘাট     ঘ. মুন্সীগঞ্জ ঘাট

১৭. পাকিস্তানিরা হত্যা করেছিল-

ক. বুধাকে            খ. আলিকে      

গ. মধুকে             ঘ. শাহাবুদ্দিনকে

১৮. বহিপীর নাটকে অন্ধবিশ্বাসের শৃঙ্খলে বন্দি

i. খোদেজা        ii. তাহেরা        

iii. তাহেরার সত্মা

নিচের কোনটি সঠিক?

ক. i, ii           খ. i, iii

গ. ii, iii          ঘ. i, ii ও iii

১৯. আবদুল হাকিম কোন শতকের কবি?

ক. সপ্তদশ                          খ. অষ্টাদশ       

গ. ঊনবিংশ        ঘ. ষোড়শ

২০. বঙ্গবাণী কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে?        

ক. মাতৃভাষা ও দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ                    

খ. বিদেশি ভাষার সমালোচনা ও মাতৃভাষার শ্রেষ্ঠত্ব

গ. আরবি, ফারসি, হিন্দির চেয়েও বাংলা ভাষা শ্রেষ্ঠ                 

ঘ. বাংলাভাষী মানুষের প্রতি কবির করুণা

নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নাগরিক জীবনে শাফিন কিছুতেই তার কৈশোরের কাদামাখা দিনগুলোর কথা ভুলতে পারে না। ছায়াছবির মতো তার চোখে ভেসে ওঠে গ্রাম্য পুকুরে দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ার দৃশ্য।

২১. তোমার পঠিত কোন কবিতার সঙ্গে উদ্দীপকের ভাবের সংগতি রয়েছে?

ক. বঙ্গবাণী      খ. কপোতাক্ষ নদ

গ. পল্লী জননী   ঘ. আমি কোনো আগন্তুক নই

২২. উক্ত কবিতার কবির সঙ্গে শাফিনের সাদৃশ্যগত দিকটি হলো-

i. স্মৃতিকাতরতা          ii. শৈশবের উদ্দামতা   

iii প্রকৃতি প্রেম

নিচের কোনটি সঠিক?

ক. i, ii           খ. i, iii

গ. ii, iii          ঘ. i, ii ও iii

২৩. ‘বালাই বালাই, ভালো হবে যাদু মনে মনে জাল বোনে।’ এখানে ‘যাদু’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. রুগ্ন ছেলে      খ. যাদু-টোনা  

গ. ঝাড়ফুঁক        ঘ. রহিম চাচার ঝাড়া

২৪. ‘বৃশ্চিক লগ্ন’ কোন ধরনের রচনা?

ক. উপন্যাস  খ. কাব্যগ্রন্থ  গ. গল্প ঘ. নাটক

২৫. ‘খোদার কসম আমি ভিনদেশি পথিক নই।’ এখানে কবির কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?

ক. প্রতিজ্ঞা খ. আক্ষেপ   গ. আশা   ঘ. প্রত্যয়

২৬. কালো রাত্রির খামে ঢাকা পড়ে থাকবে কী?

ক. রানারের স্বপ্ন          খ. রানারের প্রত্যাশা   

গ. রানারের অভাব        ঘ. রানারের কষ্ট

২৭. রানার কবিতায় কবি কী পেছনে ফেলতে বলেছেন?

ক. ভীরুতা          খ. অলসতা      

গ. কালোরাত্রি   ঘ. জীবনের দুঃখ

নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

‘সেই রেললাইনের ধারে, মেঠোপথটার পরে দাঁড়িয়ে

এক মধ্যবয়সী নারী এখনও রয়েছে হাত বাড়িয়ে।’

২৮. উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

ক. সাকিনা বিবি    খ. হরিদাসী     

গ. সগীর আলী     ঘ. মোল্লাবাড়ির এক বিধবা

২৯. সাদৃশ্যগত দিকটি হলো-

i. প্রিয়জনকে হারানো   ii. প্রিয়জনের প্রতীক্ষা  

ররর. পাকিস্তানি বাহিনীর অগ্নিসংযোগ

নিচের কোনটি সঠিক?

ক. i, ii           খ. i, iii

গ. ii, iii          ঘ. i, ii ও iii

৩০. কার গণসংগীত ও গান মেহনতি মানুষের মুক্তির প্রেরণায় সমৃদ্ধ?

ক. আহসান হাবীব  খ. শামসুর রাহমান                

গ. সুকান্ত ভট্টাচার্য   ঘ. সিকান্দার আবু জাফর

 

উত্তরমালা : ১. গ ২. খ ৩. গ ৪. খ ৫. ক ৬. ক ৭. খ ৮. ঘ ৯. ক ১০. গ ১১. গ ১২. ক. ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. গ. ১৮. খ ১৯. ক ২০. ক ২১. খ. ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. ঘ ২৬. ঘ ২৭. ক ২৮. ঘ ২৯. ক ৩০. ঘ

সর্বশেষ খবর