বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সাধারণ জ্ঞান

মো. মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক

১. দেশে ১ম বারের মতো ‘হিউম্যান মিল্ক ব্যাংক’ যাত্রা শুরু করে কবে? উ. ১ ডিসেম্বর ২০১৯ ২. ডিজিটাল নিরাপত্তা এজেন্সী গঠন করা হয় কবে? উ. ৫ ডিসেম্বর ২০১৯ ৩. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) এর ৪১তম রায় প্রদান উ. ১১ ডিসেম্বর ২০১৯ ৪. বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫ম ও ৬ষ্ঠ ড্রিমলাইনার এবং বিমানের মোবাইল অ্যাপস উদ্ধোধন উ.২৮ ডিসেম্বর ২০১৯ ৫. বর্তমানে দেশে দারিদ্রের হার কত? উ. ২০.৫% ৬.

২০১৯-২০২১ মেয়াদে ইউনেস্কোর নির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচন হয় উ. বাংলাদেশ ৭. জাতিসংঘে বাংলাদেশের ২য় নারী স্থায়ী প্রতিনিধি উ. রাবাব ফাতিমা

৮. ১৯ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ‘অসমাপ্ত আত্মজীবনী’ মোট অনূদিত হয় উ. ১৩ টি ভাষায়

৯. ‘অসমাপ্ত আত্মজীবনী’ সর্বশেষ অনূদিত হয়েছে

উ. ইতালি ভাষায়

১০. ইতালি ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করেছেন

উ. আন্না কোক্কিয়ারেল্লা ১১. বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বর্তমান ড্রিমলাইনার কয়টি? উ. ৬ টি

১২. বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫ম ও ৬ষ্ঠ ড্রিমলাইনারের নাম উ. সোনার তরী ও অচিন পাখি ১৩. বাংলাদেশের নতুন একটি কনস্যুলেট অফিস কোথায় স্থাপিত হচ্ছে? উ. যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১৪. বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কূটনীতিক মিশন রয়েছে

উ. ৩ টি ১৫. মুজিববর্ষ উদযাপনের কাউন্টডাউন/ ক্ষণগণনা শুরু হবে উ. ১০ জানুয়ারি ২০২০

১৬. বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা উ. ৩৩৯ জন

১৭. স্বল্পমূল্যে ডিম থেকে বাচ্চা ফুটানোর অত্যাধুনিক যন্ত্র (ইনকিউবেটর) আবিস্কার করেছেন উ. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক ১৮. বিইউ শিম-৪ নামের নতুন এক জাতের শিম উদ্ভাবন করেছে উ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর