বহুনির্বাচনী প্রশ্ন
১. নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা?
ক. ইওসিনোফিল খ. মনোসাইট
গ. বেসোফিল ঘ. নিউট্রোফিল২. পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে কত গ্রাম লৌহ থাকে?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৩. লসিকার কাজ হচ্ছে-
i. লিপিড পরিবহন
ii. দেহের প্রতিরক্ষা
iii. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. রক্ত তঞ্চনকারী উপাদান-
i. হেপারিন
ii. ক্যালসিয়াম
iii. অনুচক্রিকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কোনটি
ক. হেপারিন খ. ফাইব্রিন
গ. হিস্টামিন ঘ. সিরাম
৬. স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বন্ধ না হওয়ার জন্য দায়ী প্রোটিন কোথা থেকে নিঃসৃত হয়?
ক. মনোসাইট খ. নিউট্রোফিল
গ. বেসোফিল ঘ. মনোসাইট
৭. হৃদপেশির ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. সারকোপ্লাজম স্বল্প পরিমাণ
খ. এতে কোনো নিউরন থাকে না
গ. নিউক্লিয়াস অসংখ্য
ঘ. মাকু আকৃতির
৮. হৃদস্পন্দনে অ্যাস্ট্রিয়ামের সিস্টোলের সময়কাল কত?
ক. ০.১ সে. খ. ০.৩ সে.
গ. ০.৫ সে. ঘ. ০.৭ সে.
৯. বাইকাসপিড কপাটিকার অবস্থান কোথায়?
ক. বাম নিলয় ও মহাধমনীর মাঝে
খ. ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে
গ. বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে
ঘ. ডান অলিন্দ ও ঊর্ধ্ব মহাশিরার মাঝে
১০. ২৫ বছর বয়স্ক একজন ব্যক্তির হৃদস্পন্দন মিনিটে ৮০ বার হলে তার কার্ডিয়াক চক্রের সময়কাল কত সেকেন্ড?
ক. ০.৮৩ খ. ০.৮০
গ. ০.৭৫ ঘ. ০.৭২
১১. SAN থেকে AVN-এ হৃদউদ্দীপনা পৌঁছাতে সময় লাগে কত সেকেন্ড?
ক. ০.০৫ খ. ০.০১
গ. ০.০৭ ঘ. ০.১৫
১২. নিম্ন মহাশিয়া ও ডান অ্যাস্ট্রিয়ামের সংযোগস্থলে অবস্থিত কপাটিকার নাম কী?
ক. মাইট্রাল খ. অ্যাওর্টিক
গ. ইউস্টেসিয়ান ঘ. ত্রিপদ
১৩. কোনটি হৃৎপিন্ডের অংশ?
ক. ক্যানালিকুলি
খ. ইন্টারক্যালেটেড ডিস্ক
গ. পেশিসূত্র
ঘ. কন্ড্রোসাইট
১৪. হৃদপেশির বৈশিষ্ট্য-
i. এটি সরেখ এবং অনৈচ্ছিক প্রকৃতির
ii. এটি মসৃণ এবং অনৈচ্ছিক প্রকৃতির
iii. এতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. নিলয়ের সেমিলুনার কপাটিকাদ্বয়ের অবস্থান-
i. পালমোনারি ধমনী
ii. পালমোনারি শিরা
iii. অ্যাওর্টা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের চিত্রটি থেকে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :
১৬. উদ্দীপকের চিত্রটি নিম্নের কোন অবস্থা?
ক. অলিন্দের সিস্টোল
খ. নিলয়ের ডায়াস্টোল
গ. অলিন্দের ডায়াস্টোল
ঘ. নিলয়ের সিস্টোল
১৭. চিত্রে উল্লিখিত অবস্থায় যা ঘটে-
i. লাব সদৃশ শব্দ সৃষ্টি হয়
ii. ভেন্টিকল দুটি রক্তে পূর্ণ হয়
iii. বাই ও ট্রাইকাসপিড ভালভ বন্ধ থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি থেকে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
১৮. উদ্দীপকের ট্রাইকাসপিড কপাটিকা পৃথক করে-
ক. A ও C খ. Q ও S
গ. A ও B ঘ. C ও D
১৯. উদ্দীপকের D প্রকোষ্ঠের ক্ষেত্রে প্রযোজ্য-
i. ট্রাইকাসপিড কপাটিকা উপস্থিতি
ii. এটি অ্যাওর্টার সঙ্গে যুক্ত
iii. এটির প্রাচীর খুব পুরু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. নিম্নের কোন সংবহন মানুষে অনুপস্থিত?
ক. পালমোনারী
খ. করোনারী
গ. রেনাল পোর্টাল
ঘ. হেপাটিক পোর্টাল
২১. অ্যাথেরোমেটাস প্ল্যাকের আধিক্যের প্রভাবে কোনটি হয়?
ক. রক্ত প্রবাহ দ্রুততর হয়
খ. রক্তপ্রবাহ কমে যায়
গ. ধমনী পথ সংকীর্ণ হয়
ঘ. মস্তিষ্কে রক্তক্ষরণ হয়
২২. বুকে ব্যথা, ঘাড়, চোয়াল ও বাম বাহুতে ছড়িয়ে পড়ে কখন?
ক. নিউমোনিয়া
খ. প্লুরিসি
গ. অ্যানজাইনা
ঘ. পেরিকার্ডাইটিস
২৩. ডাক্তার কখন ওপেন হার্ট সার্জারি করেন?
i. করোনারি বাইপাসে
ii. পেসমেকার স্থাপনে
iii. হৃদপিন্ডের কপাটিকা প্রতিস্থাপনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কীসের তৈরি?
ক. ক্যাডমিয়াম
খ. লিথিয়াম
গ. অ্যালুমিনিয়াম
ঘ. ইউরেনিয়াম
২৫. কৃত্রিম পেসমেকার স্থাপন করা হয়-
i. বুকের প্রাচীর ও ত্বকের চর্বি স্তরের নিচে
ii. হাড় ও পেশিস্তরের ওপরে
iii. বুকের প্রাচীর ও হাড়ের নিচে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরমালা : ১. খ ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. গ ৭. খ ৮. ক ৯. গ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. গ ২২. গ ২৩. খ ২৪. খ ২৫. ক