বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

এসএসসি পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আমিনুল ইসলাম ; সিনিয়র শিক্ষক

বহুনির্বাচনী প্রশ্ন

দশম অধ্যায়

জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা

 

১. সমষ্টিগত সম্পদ নিচের কোনটি?

ক. ঘরবাড়ি        খ. সাগর

গ. কলকারখানা   ঘ. বনাঞ্চল

২. উপযোগ বলতে বোঝায়-

ক. মানুষের মোট চাহিদা     

খ. দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা

গ. অভাবের মোট পরিমাণ                    

ঘ. চাহিদা ও জোগানের সমষ্টি

৩. বাংলাদেশে এমন একটি সম্পদ রয়েছে, যার অপব্যবহারে রাসায়নিকীকরণসহ নানা কারণে পরিবেশ ও জীবজগতের অস্তিত্ব বিপন্ন হতে পারে। সম্পদটি হলো-

ক. বনজ     খ. খনিজ    গ. পানি      ঘ. মৎস্য

৪. জাতীয় সম্পদের উৎস কয়টি?

ক. ২টি খ.৩টি   গ. ৪টি ঘ. ৫টি

৫. বিশ্বের যেকোনো দেশের অর্থনীতিকে প্রধানত কয়টি খাতে ভাগ করা হয়?

ক. পাঁচটি         খ. চারটি

গ. তিনটি         ঘ. দুইটি

৬. উৎপাদনকাজে নিয়োজিত অর্থকে কী বলে?

ক. মূলধন         খ. বিনিয়োগ

গ. সঞ্চয়           ঘ. খরচ

৭. বর্তমান বিশ্বে কত প্রকার অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে?

ক. সাত প্রকার    খ. ছয় প্রকার

গ. পাঁচ প্রকার     ঘ. চার প্রকার

৮. অর্থনৈতিক ব্যবস্থা কত প্রকার?

ক. ২      খ. ৩       গ. ৪       ঘ. ৫

৯. বৈজ্ঞানিক আবিষ্কার কোন ধরনের সম্পদ?

ক. ব্যক্তিগত      খ. আন্তর্জাতিক

গ. সমষ্টিগত      ঘ. রাষ্ট্রীয়

১০. নিচের কোনটি সমষ্টিগত সম্পদ?

ক. গাড়ি           খ. ঘরবাড়ি

গ. কলকারখানা   ঘ. নদ-নদী

১১. ঢাকার রেলপথ কোন ধরনের সম্পদ?

ক. সামাজিক সম্পদ    খ. সমষ্টিগত সম্পদ

গ. আন্তর্জাতিক সম্পদ  ঘ. ব্যক্তিগত সম্পদ

১২. শাকিল একটি গার্মেন্ট ফ্যাক্টরির মালিক। তার এই ফ্যাক্টরির যন্ত্রপাতি উৎপাদনের কোন ধরনের উপাদান?

ক. ভূমি খ. শ্রম গ. মূলধন ঘ. সংগঠন

১৩. কোন অর্থব্যবস্থায় অর্জিত মুনাফার মালিক রাষ্ট্র?

ক. ধনতান্ত্রিক     খ. সমাজতান্ত্রিক

গ. মিশ্র            ঘ. ইসলামী

১৪. ব্যক্তি বা বেসকারি খাতের প্রাধান্য থাকে কোন অর্থব্যবস্থায়?

ক. সামন্ততান্ত্রিক   খ. সমাজতান্ত্রিক

গ. ইসলামী        ঘ. মিশ্র

১৫. কোনটিকে মুক্তবাজার অর্থনীতি বলা হয়?

ক. সমাজতান্ত্রিক  খ. মিশ্র

গ. ইসলামিক      ঘ. ধনতান্ত্রিক

১৬. নিচের কোনটি সমষ্টিগত সম্পদ?

ক. ঘরবাড়ি       খ. বনাঞ্চল

গ. সাগর          ঘ. কলকারখানা

১৭. কোনটি সম্পদের বৈশিষ্ট্য?

ক. অপ্রাচুর্য       খ. চাহিদা

গ. অভাব         ঘ. ঘরবাড়ি

১৮. কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা থাকে না?

ক. ধনতান্ত্রিক   

খ. সমাজতান্ত্রিক

গ. মিশ্র অর্থনীতি

ঘ. ইসলামী অর্থনীতি

১৯. মোট জাতীয় আয়ের পরিমাপের ক্ষেত্রে একটি গার্মেন্ট কারখানায় কোন দ্রব্যটির দাম বিবেচনা করা হয়?

ক. তুলা    খ. সুতা   গ. কাপড়         ঘ. শার্ট

২০. কোন অর্থনৈতিক ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তি উৎপাদনে পূর্ণ স্বাধীনতা ভোগ করে?

ক. মিশ্র অর্থনীতি             খ. ধনতান্ত্রিক

গ. সমাজতান্ত্রিক              ঘ. ইসলামী অর্থব্যবস্থা

 

উত্তরমালা : ১. ঘ ২. খ ৩. খ ৪. ক ৫. গ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. খ  ১০. গ  ১১. খ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬.ঘ ১৭. ক ১৮. খ ১৯. ঘ ২০. খ

সর্বশেষ খবর