বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয়-শংকা প্রকাশ করেছেন সরকার বিরোধী ৪ মেয়র প্রার্থী। আজ রবিবার বিকেল থেকে সন্ধ্যায় নগরীতে পৃথক ৪টি সংবাদ সম্মেলনে এই সংশয়-শংকার কথা জানিয়েছেন বিএনপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি এবং বাসদের মেয়র প্রার্থী।
অপরদিকে, বরিশালে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলে এক সংবাদ সম্মেলনে দাবি করেছে আওয়ামী লীগ।
আজ রবিবার বিকেলে নগরীর পশ্চিম কাউনিয়ার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার অভিযোগ করেন, বরিশালের হিজলা মেহেন্দিগঞ্জ, উজিরপুর, গৌরনদী, বাকেরগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে হাজার-হাজার লোক এনে বরিশালে জড়ো করেছে আওয়ামী লীগ। আগামীকাল সকালেই তারা ভোটের লাইনে দাঁড়িয়ে সুষ্ঠু ভোটে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তিনি প্রশ্ন রাখেন- গণগ্রেফতার করে কি সুষ্ঠু নির্বাচন হয়? এদিকে, ৪ মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে আজ সন্ধ্যায় সদর রোডের দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে মহানগর আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, বরিশাল নগরীতে নির্বাচনের সুষ্ঠু-সুন্দর পরিবেশ বিরাজ করছে। সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বিরোধী প্রার্থীরা নানা বিষয়ের অবতারণা করছেন।
বরিশালে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গণজোয়ার দেখে বিরোধী প্রার্থীরা নানা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। আওয়ামী লীগ ধৈর্য্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করছে। বরিশালে আওয়ামী লীগ প্রার্থীর বিজয় সু-নিশ্চিত বলে দাবি অ্যাডভোকেট দুলালের।
বিডি প্রতিদিন/এ মজুমদার