৩০ জুলাই, ২০১৮ ১১:২৬

ভোট দিতে গিয়ে বিক্ষোভের মুখে মজিবর রহমান সরওয়ার

অনলাইন ডেস্ক

ভোট দিতে গিয়ে বিক্ষোভের মুখে মজিবর রহমান সরওয়ার

ভোট দিতে গিয়ে আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছেন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরওয়ার।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিএনপির মেয়রপ্রার্থী নগরের ১ নম্বর ওয়ার্ডের লাকুটিয়া সড়ক সংলগ্ন সৈয়দা মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান।

মজিবর রহমান সরওয়ার এক ঘণ্টা ওই কেন্দ্রে অবস্থান করেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ করে কেন্দ্রে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর স্ট্রাইকিং ফোর্স উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিক্ষোভকারীদের দাবি বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরওয়ার কেন্দ্রে ঢুকে দীর্ঘ সময় অপেক্ষা করেছেন এবং আওয়ামী লীগের নৌকা প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন।

মজিবর রহমান সরওয়ার জানান, তিনি ভোট দেয়ার জন্য যে কক্ষে প্রবেশ করেন সে কক্ষে ভোটার সংখ্যা খুঁজে না পেয়ে ভোটকেন্দ্রে তার দেরি হয়েছে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর