৩০ জুলাই, ২০১৮ ১২:০০

বরিশালে নারী ভোটারদের দীর্ঘলাইন

অনলাইন ডেস্ক

বরিশালে নারী ভোটারদের দীর্ঘলাইন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা ছিল চোখেপড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
অনেকে জানাচ্ছেন নারীদের সকালে গৃহস্থলির কাজ থাকায় দুপুরের পরেই বেশিরভাগ নারীরা ভোট দিতে কেন্দ্রে আসবেন।কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের চতুর্থবারের এই নির্বাচনে ১২৩টি কেন্দ্রের ৭৫০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে চারটি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ৭৮টি কক্ষে ইভিএম এ ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। মোট ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটারের মধ্যে ১ লাখ ২০হজার ৭৩০ জন নারী ও ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন পুরুষ রয়েছে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর