নানা অনিয়মের অভিযোগ তুলে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবাইদুর রহমান মাহবুব।
ব্যালট পেপার ছিনিয়ে নেয়া ও এজেন্ট বের করে দেয়ার অভিযোগ এনে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অশ্বিনী কুমার টাউন হলের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন। এসময় হাতপাখার প্রাথীর প্রধান নির্বাচনী এজেন্ট আবু নাসের ও আশরাফ আলীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ওবাইদুর রহমান মাহবুব জানান, এখানে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। পুলিশ ব্যালট পেপার ছিনিয়ে নিচ্ছে। এই পরিবেশে ভোটে থাকার কোনো মানে হয় না।এরপর কেন্দ্র দখল করে জাল ভোট ও পোলিং এজেন্টের বের করে দেওয়ার অভিযোগে তুলে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ারও ভোট বর্জনের ঘোষণা দেন।
বিডি-প্রতিদিন/৩০ জুলাই, ২০১৮/মাহবুব