সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শিল্পী ঐক্যজোটের চিকিৎসাসেবা

শোবিজ প্রতিবেদক

অসহায়, দুস্থ শিল্পীদের চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে শিল্পী ঐক্যজোট। সম্প্রতি নিউ ইস্কাটনের প্রকৃতি টেলিমিডিয়ায় অবস্থিত ঐক্যজোটের কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় জোটের উদ্যোক্তা খ্যাতিমান নাট্যনির্মাতা জিএম সৈকত বলেন, শিল্পীরা মানুষকে তাদের কাজ দিয়ে আনন্দ দেয়, বিনোদিত করে। এসব শিল্পী যখন আর্থিক দৈন্যতায় পড়েন তখন তাদের পাশে দাঁড়ানো সবার কর্তব্য ও দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে জোট প্রতিষ্ঠা করেছি এবং অসহায় শিল্পীদের নানাভাবে সহায়তা দিয়ে আসছি।

প্রধানমন্ত্রীর কাছ থেকেও অনেক শিল্পীকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করে দিয়েছি। বর্তমানে অনেক অসুস্থ শিল্পী অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। তাদের জন্য এই চিকিৎসাসেবা কার্যক্রম চালু করা হলো। প্রতি মাসে চিকিৎসকরা বিনা খরচে তাদের চিকিৎসাসেবা দেবেন। কার্যক্রমের উদ্বোধনকালে প্রায় অর্ধশত শিল্পীর প্রতিজনকে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও আর্থিক সহায়তা দেওয়া হয়।

সর্বশেষ খবর