বুধবার, ২১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

এবার নিরবের হেলেন

শোবিজ প্রতিবেদক

এবার নিরবের হেলেন

নিরব মানেই নতুন নায়িকাদের সঙ্গে জুটি। এ পর্যন্ত অসংখ্য নতুন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন তিনি। তারা অনেকে সফলও হয়েছেন। নতুন নায়িকাদের সঙ্গে অভিনয় এখনো বজায় রেখেছেন তিনি। তার এবারের নায়িকার নাম ‘হেলেন’। নতুন এই নায়িকা বড়পর্দায় নতুন হলেও শোবিজ অঙ্গনে কিন্তু একেবারেই নতুন নয়। এরমধ্যে হেলেন মিউজিক ভিডিওসহ বেশ কয়েকটি নাটক-বিজ্ঞাপনেও অভিনয় করেছেন।

প্রায় তিন মাস আগে হেলেন পরিচয় নিরবের সঙ্গে। তখন পরিচালক আলী আজাদের একটি চলচ্চিত্রে কাজ করার জন্য নিরবের বিপরীতে নতুন নায়িকা খুঁজছিলেন। নিরবের উদ্যোগে-আগ্রহে পরিচালকের সঙ্গে আলোচনা হয়। তিনি পছন্দ করেন। আর এভাবেই নতুন ছবি ‘দেশ আমাদের’-এ জুটিবদ্ধ হলেন তারা। আলী আজাদের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় ১ নভেম্বর থেকে শুরু হবে শুটিং।

নিরব বলেন, ‘দেশ আমাদের একটি রোমান্টিক দেশপ্রেমের গল্প। আলী আজাদ ভাই সিনিয়র একজন নির্মাতা। কিন্তু তার গল্প ভাবনা বেশ যুগোপযোগী। আর নতুন হিসেবে আমার মনে হয়েছে হেলেন অনেক ভালো করবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর