বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

অন্তরঙ্গ আলিশা

আলাউদ্দীন মাজিদ

অন্তরঙ্গ আলিশা

গল্প, চরিত্র আর নিজের সঙ্গে কতটা অন্তরঙ্গ হতে পেরেছেন আলিশা। এর জবাব হলো ‘কোনো বিষয়ে যদি অন্তরঙ্গ হতে না পারি তাহলে সে কাজটি সফল হবে কীভাবে?’ আলিশার এই সাফ জবাবই বলে দিচ্ছে প্রথম ছবিতে নিজেকে কতটা অন্তরঙ্গ করতে পেরেছেন তিনি। ৬ নভেম্বর মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর ‘অন্তরঙ্গ’ ছবিটি। এটি নির্মাণ করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার প্রয়াত চাষী নজরুল ইসলাম। ছবিটি এই চলচ্চিত্রকারের শেষ নির্মাণ। এতে বেশ চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে হয়েছে আলিশাকে। কারণ একটি নয়, দুই-দুইটি রোল প্লে করছেন তিনি। একটি হলো বন্যা মির্জার মতো লাউড অন্যটি তামান্না চৌধুরীর মতো সফট রোল। আলিশা বলেন, ব্যক্তি জীবনে আমি নিজেই যেহেতু চঞ্চল, প্রতিবাদী একজন মেয়ে তাই প্রথম রোলটি আমার সঙ্গে মিশে গেছে। দ্বিতীয় মানে সফট চরিত্র নিয়ে নিজের মধ্যে দ্বিধা দ্ব›দ্ব কাজ করছিল। শেষ পর্যন্ত চাষী স্যারের সহায়তায় এটি একেবারেই সহজ হয়ে যায়। তিনি বলেন ‘আই অ্যাম ভেরি হ্যাপি’। চাষী স্যার গল্পকে এতটাই টাচি করে ছবিতে তুলে ধরেছেন যে এতে সহজেই ছবিটি দর্শকদের অন্তরঙ্গ করে নেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর