শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সংস্কৃতি সপ্তাহ

সংস্কৃতি সপ্তাহ

‘পার্মানেন্ট মার্কার’ চলচ্চিত্রের একটি দৃশ্য

আজ ‘দেবী’র শততম মঞ্চায়ন

আজ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে বহুবচন নাট্যদল প্রযোজিত নাটক ‘দেবী’। আজকের প্রদর্শনীটি দলের শততম মঞ্চায়ন। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দেবী উপন্যাস অবলম্বনে মো. ইকবাল হোসেনের নাট্যরূপে নাটকটির নির্দেশনায় রয়েছেন আরহাম আলো। নাটকটির প্রযোজনা অধিকর্তা হিসেবে রয়েছেন তৌফিকুর রহমান।

 

গ্যালারি টোয়েন্টি ওয়ানে ‘ইরা’ শীর্ষক প্রদর্শনী

গ্যালারি টোয়েন্টি ওয়ানে আজ শুরু হচ্ছে ‘ইরা’ শীর্ষক ১০ জন শিল্পীর দলীয় প্রদর্শনী। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমন্ডির এই গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করবেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। আগামী ৯ নভেম্বর শেষ হবে ১১ দিনব্যাপী এ প্রদর্শনী।

 

শিল্পকলায় ‘পার্মানেন্ট মার্কার’

মুভিয়ানা ফিল্মস ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসবের আয়োজনে অক্টোবর মাসের নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর তালিকায় ‘ইলিভেন্থ আওয়ার’ নিবেদিত, স্বরূপ চন্দ্র দের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পার্মানেন্ট মার্কার’ নির্বাচিত হয়েছে। আজ জাতীয় চিত্রশালা মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিকাল ৩টায় দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরজুমান্দ আরা বকুল, নিজামুদ্দিন ফায়েজ, মাইনুল বাপ্পী, প্রিয়া চৌধুরী প্রমুখ। পরিচালনা করেছেন স্বরূপ চন্দ্র দে।

 

কলিম শরাফী স্মরণ

আগামীকাল গান ও আলোচনায় বিশিষ্ট সংগীতজ্ঞ প্রয়াত কলিম শরাফীকে স্মরণ করবে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। সুফিয়া কামাল গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। কলিম শরাফীর স্মৃতিচারণের পাশাপাশি অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন সংস্থার শিল্পীরা।

 

আজ রাজশাহীতে ‘আওরঙ্গজেব’

আজ সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঞ্চায়ন হবে ঢাকার প্রাঙ্গণেমোর থিয়েটারের নাটক ‘আওরঙ্গজেব’। সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মঞ্চায়ন হবে নাটকটি। মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় নাটকটির নির্দেশনায় রয়েছেন অনন্ত হীরা।

বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন অনন্ত হীরা, নূনা আফরোজ, রামিজ রাজা প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর