শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বিপিএল ও আফজাল হোসেন

শোবিজ প্রতিবেদক

বিপিএল ও আফজাল হোসেন

আগামী ২২ নভেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। এই আসরে বর্তমান রানার্সআপ চিটাগাং ভাইকিংসও অংশ নেবে। এরই মধ্যে খেলোয়াড়দের উৎসাহ দিতে চট্টগ্রামের ছেলে কুমার বিশ্বজিৎ চিটাগাং ভাইকিংসের থিম সং-এ কণ্ঠ দিয়েছেন। আর এই গানেরই দেড় থেকে দুই মিনিটের একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। ভিডিওতে কুমার বিশ্বজিৎ, চিটাগাং ভাইকিংসের খেলোয়াড়সহ চট্টগ্রামের গুণী শিল্পী নাসিম আলী খান, নকিব খান, পার্থ বড়–য়া এবং আরও বেশ কয়জন আছেন। মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে চট্টগ্রাম ও ঢাকায়। আফজাল হোসেন বলেন, ‘খেলা চলতি সময়ে বড় ব্যাপ্তির মিউজিক ভিডিও প্রদর্শন করা সম্ভব নয়। তাই দেড় থেকে দুই মিনিট ব্যাপ্তির মিউজিক ভিডিও নির্মাণ করেছি। যারা এতে অংশগ্রহণ করেছেন প্রত্যেকই বেশ আন্তরিকতা নিয়েই কাজ করেছেন। অল্প সময়ের মধ্যে যতটুকু জমানো যায় ঠিক ততটুকুই দর্শকের সামনে তুলে ধরা হচ্ছে।’

আফজাল হোসেন জানান, দুই-তিন দিনের মধ্যেই ‘চিটাগাং ভাইকিংস-আরা চাঁটগাইয়া নওজোয়ান’ মিউজিক ভিডিওটি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে। এদিকে ‘চিটাগাং ভাইকিংস’র গানের কথা লিখেছেন কবির বকুল এবং সুর-সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। গানের কথা হচ্ছে ‘উড়াইয়া উড়াইয়া মারোরে, ধুম ধারাক্কা মারোরে’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর