শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

জাতিসংঘে শাকিরা

শোবিজ ডেস্ক

জাতিসংঘে শাকিরা

হিপস ডোন্ট লাই এবং শি উল্ফ খ্যাত গায়িকা শাকিরাকে সম্প্রতি পাওয়া গেল একটি অন্যরকম ভ‚মিকায়। গানের জাদুতে হৃদয় জয় করে এবার তিনি জাতিসংঘের মঞ্চে গুরুত্বপূর্ণ ভ‚মিকায় আবিভর্‚ত হলেন। বিশ্বের সব ব্যবসায়ীর শৈশব উন্নয়নের জন্য বিনিয়োগের আরজি জানান জাতিসংঘের ডাকা একটি সাংবাদিক সম্মেলনে। গুরুত্বপূর্ণ এ বিষয়টি ৩৮ বছর বয়সী শাকিরাকে যথেষ্ট নাড়া দিয়েছে। তাই নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের এই সাংবাদিক সম্মেলনে যোগদান করতে পেরে তিনি গর্বিত। সাদামাটা কালো পোশাক এবং অত্যন্ত কম মেকআপে গত ২২ তারিখ এক অনুষ্ঠানে প্রথমে শৈশব উন্নয়নের এক মিটিং ও পরে সাংবাদিক সম্মেলনে যোগ দেন গায়িকা। এ দিন অনুষ্ঠানে শাকিরার সঙ্গেই উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব বান-কি মুন, ইউনিসেফের নির্বাহী পরিচালক এনথনি লেক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শৈশব উন্নয়নমূলক কাজের পরিচালক ড জ্যাক পি শনকফ। জনপ্রিয় এই গায়িকা বর্তমানে তার পার্টনার, বিখ্যাত স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে এবং দুই সন্তান মিলান [২ বছর] ও সাসাকে [৬ মাস] নিয়ে বার্সেলোনায় থাকেন।

শিশুদের জন্য শাকিরা অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। বেয়ার ফিট নামক তার একটি বেসরকারি সংস্থা রয়েছে, যা তার নিজের দেশ কলম্বিয়াতে আটটি স্কুল ও কমিউনিটি সেন্টারকে অনুদান দিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর