রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাপ্পার ‘বেনানন্দ’ প্রকাশ

শোবিজ প্রতিবেদক

বাপ্পার ‘বেনানন্দ’ প্রকাশ

আজ থেকে এক্সক্লুসিভলি রবি রেডিওতে [৮০৮০৬] ডায়াল করে শোনা যাবে ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’র প্রথম একক অ্যালবাম ‘বেনানন্দ’। মোট ৮টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এর মধ্যে তিনটি গান লালনের ‘জাত গেলো জাত গেলো বলে’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ এবং ‘বাড়ির পাশে আরশি নগর’। তিনটি রাঁধার মনের ‘বনমালী তুমি পরজনমে হইও রাঁধা’, ‘কারো দেখাবো মনের দুঃখ গো’ এবং ‘শ্যাম কালিয়া সোনা বন্ধু রে’। একটি গান হাছন রাজার ‘আগুন লাগাইয়া দিলো কনে’ এবং একটি মন মোহন দত্তের ‘বেনানন্দ’ [বাঁশপাতা আর কলমিলতা]। সবগুলো গানের সংগীতায়োজনে ছিলেন বাপ্পা মজুমদার।

অ্যালবামটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘আধুনিক গান করলেও আমি কিন্তু লোক গানও খুব পছন্দ করি। লোক গান আমাদের শেকড়। ভালো কোনো গান কানে এলেই আগ্রহ নিয়ে শুনি। ইচ্ছা ছিল কখনো সুযোগ পেলে লোকগান নিয়ে পুরো একটি অ্যালবাম করব। এবার সেটা করতে পেরে ভালো লাগছে।’

বাপ্পা আরও বলেন, ‘এই অ্যালবামের বিশেষত্ব হলো সবগুলো গানই ম্যানুয়ালি বাজানো। যার ফলে গানগুলোর সাউন্ডেও নতুন একটি পরিবেশ তৈরি হয়েছে। আমার ধারণা বিষয়টি শ্রোতারা এনজয় করবেন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর