বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আজ থেকে জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যাল

শোবিজ প্রতিবেদক

আজ থেকে জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যাল

আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের ‘জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যাল’। রাজধানীর সামরিক জাদুঘর মাঠে সন্ধ্যা ৭টায় শুরু হবে উৎসব। প্রতিদিন উৎসব চলবে রাত ১২টা পর্যন্ত।

উদ্বোধনী দিনে আজ চমক হিসেবে থাকছে জ্যাজ কিংবদন্তি জন ম্যাকলাফলিনের পরিবেশনা। তার সঙ্গে বাজাবে তার দল ফোর্থ ডাইমেনশন। এ দিনের শিল্পী তালিকায় আরও আছেন ভারতের বসুন্ধরা বিদ্যালুর, বাংলাদেশের ইমরান আহমেদ কুইনটেট এবং যুক্তরাষ্ট্রের সাই মায়স্ট্রো ট্রিও। আগামীকাল উৎসব মঞ্চে থাকবে বাংলাদেশের দ্য ব্লুজ ব্রাদার্স, রাজেফ খান, ফ্রান্সের ফ্লোরিয়ান, ভারতের লুই ব্যাঙ্কস এবং যুক্তরাষ্ট্রের কিংবেবির পরিবেশনা। উৎসবের শেষ দিনেও থাকছে চমক। এদিন তারকা পারফরমার আইয়ুব বাচ্চু মঞ্চে উঠবেন। আর তার সঙ্গে থাকবে তার দল এবি ব্লুজ। এ ছাড়া সেদিন আরও জ্যাজ ও ব্লুজ সংগীত পরিবেশন করবে ব্রাজিলের দল এসড্রাস নোগুয়রা কোয়ার্টেট, ভারতের সোলমেট এবং ফ্রান্সের জ্যাজ শিল্পী চায়না মোজেস।

উৎসব আয়োজনে ব্লুজ কমিউনিকেশনস। টিকিটের বিনিময়ে দর্শক উৎসব উপভোগ করতে পারবেন।

সর্বশেষ খবর