বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

একসঙ্গে বন্যা-অনুপম

শোবিজ ডেস্ক

একসঙ্গে বন্যা-অনুপম

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে ছবি নির্মাণ হচ্ছে। আর এ ছবিতে একটি গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুপম রায়। ছবির দৃশ্যধারণের আগেই হয়েছে গানের রেকর্ডিং। চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝিতে গানে কণ্ঠ দিয়েছেন বন্যা। গেয়েছেন ‘তবু মনে রেখ’ গানটি। বন্যা জানান, ‘রাজা নারায়ণ দেব গানটির সংগীতায়োজন করেছেন। তখন ঝটিকা সফরে কলকাতায় গিয়েছিলাম। তবে গানটির কাজ বেশ ভালো হয়েছে। ছবিতে আমার গাওয়া এ একটি গানই থাকবে।’ ছবির নাম ‘হঠাৎ দেখা’। যৌথ প্রযোজনার এ ছবিটি নির্মাণ করছে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও ভারতের রেশমী পিকচার্স। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন দুই বাংলার খ্যাতিমান অভিনয়শিল্পীরা। তবে প্রধান চরিত্রে থাকছেন কলকাতার দেবশ্রী রায় ও ঢাকার ইলিয়াস কাঞ্চন। ছবিটি পরিচালনা করবেন ঢাকার শাহাদাৎ হোসেন বিদ্যুৎ ও কলকাতার রেশমী মিত্র। বর্তমানে ছবির শুটিং চলছে চট্টগ্রামের একটি রেলস্টেশনে। জুলাইয়ে বন্যার পাশাপাশি এ ছবিতে অন্য একটি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দেন অনুপম রায়। তখন সেখানে মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুপম বলেন, ‘ছবির আয়োজন আর গানের প্রাধান্য দেখে বেশ ভালো লাগছে। রেজওয়ানা চৌধুরী বন্যা এর আগেও বেশকটি ছবিতে গান গেয়েছেন। তবে তার একটি গল্পও রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প-কবিতাকেন্দ্রিক ছিল না। এর আগে তিনি বাংলাদেশে খালিদ মাহমুদ মিঠুর ‘গহীনে শব্দ’, কলকাতার ঋতুপর্ণ ঘোষের ‘সব চরিত্র কাল্পনিক’সহ আরও একটি ছবিতে গান গেয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর