সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফের আলোচনায় অনন্ত-বর্ষা

শোবিজ প্রতিবেদক

ফের আলোচনায় অনন্ত-বর্ষা

চলচ্চিত্র জগতে অভিষেকের পর থেকেই নানাভাবে আলোচনায় আছেন অনন্ত-বর্ষা। সবই পজেটিভ আলোচনা। শুরুতেই ডিজিটাল প্রযুক্তির সিনেমা উপহার দেওয়া, মধ্য থেকে সব বিত্তের সিনেমা হলবিমুখ দর্শকদের হলে ফিরিয়ে আনা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অনাথ ও বৃদ্ধাশ্রম নির্মাণ, বিদেশে তাদের ছবির প্রশংসা, টানা পাঁচবারের মতো অনন্তর সিআইপি নির্বাচিত হওয়া। এমন অনেক সাফল্য ক্যারিয়ারে যোগ হয়েছে। চলচ্চিত্র, ব্যবসা-বাণিজ্য ও অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। চলচ্চিত্রের শিল্পী সংকট কাটাতেও উদ্যোগ নিয়েছেন। এখন চলছে তাদের ট্যালেন্ট হান্ট কার্যক্রম। আর এসবের সঙ্গে এবার যুক্ত হলো ক্রীড়াপ্রেমী হিসেবে তাদের নাম। আসন্ন বিপিএল-এ অনন্তকে দেখা যাবে মাঠে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন তিনি। এখন দলটির প্রচারের জন্য যা

প্রয়োজন সবই করবেন অনন্ত। বহু প্রতিভা ও গুণের অধিকারী এ চলচ্চিত্র ব্যক্তিত্ব বলেন, দেশ ও মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য। তাই সব অঙ্গনে নিজেকে সম্পৃক্ত করে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করতে চাই। এবার ক্রীড়াঙ্গনে যুক্ত হওয়ায় চলচ্চিত্রপাড়া ও সাধারণ মানুষ অনন্তর এ ধরনের উৎসাহব্যঞ্জক পদক্ষেপের প্রশংসা করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর