শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সাত বছর পর

শোবিজ প্রতিবেদক

সাত বছর পর

মমতাজ নতুন একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। দীর্ঘ সাত বছর পর তিনি কুমার বিশ্বজিতের সুর-সংগীতে গাইলেন। গানটি প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রের জন্য করা হয়েছে। গানের কথা হচ্ছে- ‘চাঁদটা যেমন বাঁকা বন্ধু, মনটাও তোর বাঁকা, নিশিরাতে বুকের ভেতর লাগে কেন ফাঁকা’। এটি লিখেছেন প্রসূন রহমান নিজেই। গত বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় কুমার বিশ্বজিতের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়।

গানটির রেকর্ডিং শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে মমতাজ বলেন, ‘অনেক দিন পর সত্যিই একটি অসাধারণ গান গাইলাম। গানের বাণী-সুর আমার নিজেরই মন ছুঁয়ে গেছে। শ্রোতাদেরও ভালো লাগবে।’ তিনি আরও বলেন, ‘আগেও বিশ্ব দা’র সুরে গেয়েছি আমি। আবার গাইলাম। তা ছাড়া গানটি চলচ্চিত্রের যে পরিস্থিতিতে ব্যবহার করা হবে সেটি বেশ আবেগপ্রবণ একটি পরিস্থিতি। সব মিলিয়ে আমার মনে হয় গানটি শ্রোতাদের মাঝে অন্যরকম একটি স্থান করে নেবে।’ কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমার নতুন এই গানে এমন কিছু কাজ আছে যা খুব তাড়াতাড়িই মমতাজ আপা বুঝতে পেরেছেন। নিজের মতো করে অনায়াসে গানটি গেয়েছেন। সত্যি বলতে কী অভিজ্ঞ শিল্পীদের নিয়ে কাজ করার ভালো লাগা এখানেই, তারা নিজেরা এমন সপ্রতিভ যে, রেকর্ডিং শেষে এক অভূতপূর্ব গানের সৃষ্টি হয়। মমতাজ আপার নতুন গানটিও ঠিক তাই।’ এদিকে প্রায় চলে এলো শীত মৌসুম। এই মৌসুমে স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটাবেন মমতাজ। অন্যদিকে কুমার বিশ্বজিৎও একইভাবে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর